০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

রংপুরকে হটিয়ে কোয়ালিফায়ারে চট্টগ্রাম, ছয় ম্যাচ পর বরিশালের হার

বরিশালকে উড়িয়ে চিটাগং কিংস জায়গা নিয়েছে শীর্ষ দুইয়ে - ছবি : নয়া দিগন্ত

শেষ পর্যন্ত রংপুরকে বড় ধাক্কা দিয়েই দিলো চট্টগ্রাম। লিগ পর্বের প্রায় পুরোটা সময় শীর্ষে থাকা দলটাকে কোয়ালিফায়ার থেকে বের করে দিলো তারা। বরিশালকে উড়িয়ে চিটাগং কিংস জায়গা নিয়েছে শীর্ষ দুইয়ে।

যদিও আগেই চিটাগং নিশ্চিত করেছিল প্লে-অফ, তবে সেরা দুইয়ে থেকে কোয়ালিফায়ার খেলার সুযোগ ছিল তাদের সামনে। বরিশালকে ২৪ রানে হারিয়ে সেই সুযোগ বেশ ভালো করেই কাজে লাগিয়েছে তারা।

শনিবার (১ ফেব্রুয়ারি) লিগ পর্বের শেষ ম্যাচে মিরপুরে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৬ রানের পুঁজি পায় চিটাগং। জবাবে ৭ উইকেটে ১৮২ রানে থামে বরিশালের ইনিংস।

তায়ে ছয় ম্যাচ পর বরিশাল হারের মুখ দেখলেও পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে ১৮ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেছে তারা। অন্যদিকে এই জয়ে চট্টগ্রাম রংপুরের সমান ১৬ পয়েন্ট পেলেও রানরেটে এগিয়ে থেকে উঠেছে কোয়ালিফায়ারে।

অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে চারে খুলনা টাইগার্স। রংপুরের সাথে এলিমিনেটর পর্বে খেলবে মেহেদী মিরাজের দল।

অবশ্য জয়টা সহজ হয়নি চিটাগংয়ের। রান তাড়ায় শুরুতেই তামিম ইকবাল (০) ও তাওহীদ হৃদয়কে (৯) হারালেও মুশফিকুর রহিম ও ডেভিড মালানের ব্যাটে ঘুরে দাঁড়ায় বরিশাল। ২২ বলে ২৪ করে মুশফিক ফিরলেও মালান ঝড় তুলেন।

মালানের সাথে যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই জুটিতে মাত্র ২৫ বলে আসে ৫৬ রান। মালান ৩৪ বলে ৬৭ করে আলিসের শিকার হলে ভাঙে জুটি। দ্রুত ফেরেন মোহাম্মদ নাবি (০)। মাহমুদউল্লাহ তবুও চেষ্টা চালিয়ে যান।

তবে শেষ দিকে আর তেমন সঙ্গ পাননি তিনি। রিশাদ হোসেন ১১ ও জেমস ফুলার ১৮ রান করেন৷ তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ২৬ বলে ৪১ রানে। আলিস ও বিনুরা নেন জোড়া উইকেট।

এর আগে, লিগ পর্বের শেষ ম্যাচে এসে বড় রানের দেখা পান পারভেজ ইমন। খাজা নাফের সাথে উদ্বোধনী জুটিতে ৬.৫ ওভারে ৫৮ রান তুলেন তিনি। নাফে ১৯ বলে ২২ রানে আউট হলে গ্রাহাম ক্লার্ককে নিয়ে যোগ করেন আরো ৭০ রান। যা আসে মাত্র ৩৬ বলে।

জুটি ভাঙে ইমনের বিদায়ে। ফেরার আগে অবশ্য তুলে নেন আসরে নিজের প্রথম ফিফটি, করেন ৪১ বলে ৭৫ রান। খানিক বাদে ১৭ বলে ২৩ রানে থামেন ক্লার্ক। এরপর মিথুন (১) দ্রুত ফিরলেও ঝড় তুলেন হায়দার আলি ও শামিম পাটোয়ারী।

হায়দার আলি ২৩ বলে ৪৩ ও শামিম খেলেন ১২ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস। সুবাদে দুই শ’ পেরোয় চট্টগ্রাম। বরিশালের হয়ে দু’টি উইকেট নেন তাইজুল ইসলাম।

প্রথম কোয়ালিফায়ারে সোমবার রাতে ফের মুখোমুখি হবে এই দু’ দল। যেখান থেকে একদল চলে যাবে ফাইনালে। অন্যদলকে খেলতে হবে খুলনা ও রংপুরের মধ্যকার এলিমিনেটরে জয়ী দলের সাথে, বুধবারে।


আরো সংবাদ



premium cement