০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

সেরা দুইয়ে থাকতে চট্টগ্রামের পুঁজি ২০৬

সেরা দুইয়ে থাকতে চট্টগ্রামের পুঁজি ২০৬ - ছবি : সংগৃহীত

বরিশালের জন্য ম্যাচটা কেবল নিয়ম রক্ষার হলেও চট্টগ্রামের জন্য বেশ গুরুত্বপূর্ণ। যদিও আগেই নিশ্চিত করেছে প্লে অফ, তবে সেরা দুইয়ে থেকে কোয়ালিফায়ার খেলার সুযোগ তাদের সামনে। সেই লক্ষ্যে বড় পুঁজিও গড়েছে তারা।

লিগ পর্বের শেষ ম্যাচে আজ শনিবার মিরপুরে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৬ রানের পুঁজি পেয়েছে মোহাম্মদ মিথুনের দল।

লিগ পর্বের শেষ ম্যাচে এসে বড় রানের দেখা পেয়েছেন পারভেজ ইমন। কয়দিন আগে পেমেন্ট ইস্যুতে দলটার মালিকপক্ষ থেকে বলা হয়েছিল, ‘তাদের খুশি করলে পাওনা টাকা বুঝে পাবেন,’ এবার নিশ্চয়ই খুশি হবেন তারা।

খাজা নাফের সাথে উদ্বোধনী জুটিতে ৬.৫ ওভারে ৫৮ রান তুলেন পারভেজ ইমন। নাফে ১৯ বলে ২২ রানে আউট হলে গ্রাহাম ক্লার্ককে নিয়ে যোগ করেন আরো ৭০ রান। যা আসে মাত্র ৩৬ বলে। জুটি ভাঙে ইমনের বিদায়ে।

ফেরার আগে পারভেজ ইমন তুলে নেন আসরে নিজের প্রথম ফিফটি, করেন ৪১ বলে ৭৫ রান। খানিক বাদে ১৭ বলে ২৩ রানে থামেন ক্লার্ক। এরপর মিথুন (১) দ্রুত ফিরলেও ঝড় তুলেন হায়দার আলি ও শামিম পাটোয়ারী।

হায়দার আলি ২৩ বলে ৪৩ ও শামিম খেলেন ১২ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস। সুবাদে দুই শ' পেরোয় চট্টগ্রাম। বরিশালের হয়ে দুটো উইকেট নেন তাইজুল ইসলাম।


আরো সংবাদ



premium cement