০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

বিজয়ের দেশত্যাগের নিষেধাজ্ঞা সত্যি নাকি গুঞ্জন

এনামুল হক বিজয় - ছবি : সংগৃহীত

দিনভর ক্রিকেটপাড়া গরম ছিল এনামুল হক বিজয়কে নিয়ে। স্পট ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ উঠে তার নামে। এমনকি সকাল থেকে খবর বের হয়, এই ইস্যুতে নাকি তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি।

তবে নতুন খবর হলো, বিষয়টাকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে বিসিবি। বোর্ডের শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে, তাদের পক্ষ থেকে এ রকম কোনো নির্দেশনা দেয়া হয়নি। বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নেই বলেও জানায় তারা।

এইদিকে ক্রিকেটারদের সংগঠন কোয়াবও বিষয়টা নিয়ে বেশ উদ্বিগ্ন। সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। কয়েকজন ক্রিকেটার আমাদের সাথে যোগাযোগ করে বলেছেন যে তাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে।’

‘যদি কেউ সত্যিই এসবে জড়িত থাকেন, তাহলে তদন্তে নিশ্চয়ই তা বের হয়ে আসবে। কিন্তু কেউ এসবে জড়িত না থাকা পরও যদি নাম বাইরে আসে, সেটি দুঃখজনক। যা ওই ক্রিকেটারের ক্যারিয়ার ও মর্যাদার জন্য ক্ষতিকর।’

অন্যদিকে চিটাগং কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুন তো ফ্র্যাঞ্চাইজির ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় বলেছেন, এসবের সাথে তিনি জড়িত নন। এ রকম সংবাদে তাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।

কথা বলেছেন এনামুল হক বিজয়ও। ফিক্সিংয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে তিনি বলেন, ‘আমি খুবই অবাক হচ্ছি ও কষ্ট পাচ্ছি। আমাদের মিডিয়া যে একটা মানুষকে হেয় করে, কী মজা পাচ্ছে ভিউয়ের জন্য!’

‘সবার তো পরিবার আছে, বন্ধু আছে, কত মানুষ দেখে তাদের। ভক্ত অনুসারীদের কথা বাদই দিলাম। কাছের মানুষ স্ত্রী আছে, বাচ্চা আছে। এই সংবাদগুলো করে আসলে কী মজা পাচ্ছে?’ আরো যোগ করেন বিজয়।

এসব অভিযোগের ব্যাপারে আইনি ব্যবস্থা নিবেন বলেও জানিয়েছেন বিজয়। তিনি বলেন, ‘আমি যে লিগ্যাল অ্যাকশন নিবো সেটার তো সুযোগ ছিল না। বৃহস্পতিবার রাতে নিউজগুলো শুরু হয়। এখন তো রোববার পর্যন্ত ওয়েট করা লাগতেছে। আইনজীবীর সাথে কথা হয়েছে। একটা বড় স্টেপ তো আমি নিবোই।’


আরো সংবাদ



premium cement

সকল