স্পট ফিক্সিংয়ের অভিযোগ, বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮, আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৭
বিপিএল এখনো শেষ হয়ে সারেনি, এখনো প্লে অফের লড়াইয়ে টিকে আছে দুর্বার রাজশাহী। তবে দলটার সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়কে নিয়ে উঠেছে প্রশ্ন, স্পট ফিক্সিংয়ের অভিযোগ তার উপর।
তারই জেরে এনামুল হক বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিলো প্রশাসন। বিসিবির দুর্নীতি দমন বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। যদিও এখনো অভিযোগ প্রমাণিত হয়নি।
নানা কারণে প্রশ্নবিদ্ধ এবারের বিপিএল। একের পর এক বিতর্কে জর্জরিত পুরো আসর। এর মাঝে পাওয়া গেছে স্পট ফিক্সিংয়ের ঘ্রাণ; যা নিয়ে নড়েচড়ে বসেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ।
বেশ কয়েকটি ম্যাচের একাধিক ঘটনা আর প্রায় ১০-১২ জন ক্রিকেটারকে নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে আকসু। যেখানে শুরুর দিকেই আছে এনামুল হক বিজয়ের নাম।
অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখোমুখী হবেন বিজয়। তবে তার আগে আপাতত দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এই ক্রিকেটারকে। বিসিবির চাওয়াতেই তাকে দেশ ছেড়ে যেতে নিষেধ করেছে সরকার।
এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ‘এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেয়া হয়েছে। সে মতে ব্যবস্থা গ্রহণও করা হয়েছে।’
উল্লেখ্য, বিপিএলের চলতি আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয়। ১২ ম্যাচে ৩৯.২০ গড়ে ৩৯২ রান করেছেন তিনি। যেখানে দুই ফিফটির সঙ্গে আছে একটি সেঞ্চুরির ইনিংস।
একই সাথে শুরুর দিকে দলটার অধিনায়কত্বও করেছেন তিনি। যদিও আসরের মাঝপথে এসে হঠাৎ নেতৃত্বে বদল আনা হয়৷ বিজয়কে সরিয়ে অধিনায়ক করা হয় তাসকিন আহমেদকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা