০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

স্পট ফিক্সিংয়ের অভিযোগ, বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

এনামুল হক বিজয় - ছবি : সংগৃহীত

বিপিএল এখনো শেষ হয়ে সারেনি, এখনো প্লে অফের লড়াইয়ে টিকে আছে দুর্বার রাজশাহী। তবে দলটার সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়কে নিয়ে উঠেছে প্রশ্ন, স্পট ফিক্সিংয়ের অভিযোগ তার উপর।

তারই জেরে এনামুল হক বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিলো প্রশাসন। বিসিবির দুর্নীতি দমন বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। যদিও এখনো অভিযোগ প্রমাণিত হয়নি।

নানা কারণে প্রশ্নবিদ্ধ এবারের বিপিএল। একের পর এক বিতর্কে জর্জরিত পুরো আসর। এর মাঝে পাওয়া গেছে স্পট ফিক্সিংয়ের ঘ্রাণ; যা নিয়ে নড়েচড়ে বসেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ।

বেশ কয়েকটি ম্যাচের একাধিক ঘটনা আর প্রায় ১০-১২ জন ক্রিকেটারকে নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে আকসু। যেখানে শুরুর দিকেই আছে এনামুল হক বিজয়ের নাম।

অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখোমুখী হবেন বিজয়। তবে তার আগে আপাতত দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এই ক্রিকেটারকে। বিসিবির চাওয়াতেই তাকে দেশ ছেড়ে যেতে নিষেধ করেছে সরকার।

এ ব‍্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ‘এনামুল হকের ব‍্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেয়া হয়েছে। সে মতে ব‍্যবস্থা গ্রহণও করা হয়েছে।’

উল্লেখ্য, বিপিএলের চলতি আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয়। ১২ ম্যাচে ৩৯.২০ গড়ে ৩৯২ রান করেছেন তিনি। যেখানে দুই ফিফটির সঙ্গে আছে একটি সেঞ্চুরির ইনিংস।

একই সাথে শুরুর দিকে দলটার অধিনায়কত্বও করেছেন তিনি। যদিও আসরের মাঝপথে এসে হঠাৎ নেতৃত্বে বদল আনা হয়৷ বিজয়কে সরিয়ে অধিনায়ক করা হয় তাসকিন আহমেদকে।


আরো সংবাদ



premium cement
ভারতে অনুপ্রবেশের চেষ্টা : পঞ্চগড়ে দালাল ও শিশুসহ তিন বাংলাদেশী আটক চৌগাছায় পেঁয়াজ চাষে লোকসান, উঠছেনা উৎপাদন খরচ যে কারণে বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতা বন্ধ করছে সুইস সরকার হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, ছাত্ররা ক্যাম্পাসে : রিজভী যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু : ক্যাম্প কমান্ডার প্রত্যাহার ‘দুর্বল তদন্ত ও অপেশাদার প্রসিকিউশন ন্যায়বিচারের অন্যতম অন্তরায়’ পরমাণু স্থাপনায় হামলা ‘সর্বাত্মক যুদ্ধের’ দিকে নেবে : ইরান যানবাহন নিয়ন্ত্রণে যে নির্দেশনা দিলেন জিএমপি কমিশনার কোনো অনুদানই আমার মায়ের সমান নয় : শহীদ শাহিনুরের মেয়ে মোরেলগঞ্জে বৃদ্ধের লাশ উদ্ধার

সকল