টি-টোয়েন্টিতে ধবলধোলাই বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১
ওয়ানডে সিরিজ হারলেও সান্ত্বনার একটা জয় পেয়েছিল বাংলাদেশ। তবে ব্যতিক্রম টি-টোয়েন্টিতে। স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি টাইগ্রেসরা। প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হারের পর আজ পেল ধবলধোলাইয়ের স্বাদ।
ওয়ার্নার পার্কে শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে লাল সবুজের মেয়েরা। তাতে টি-টোয়েন্টি সিরিজ শেষ হলো ৩-০ তে।
এইদিনেও যেন আগের ম্যাচগুলোর পুনরাবৃত্তি। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১০৪ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮.৩ ওভারে জয় তুলে নেয় স্বাগতিকরা।
ব্যাটিংয়ের শুরু থেকেই এদিন নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ১২ বলে ১৩ রানে আউট হোন মুরশিদা খাতুন। আরেক ওপেনার দিলারা আক্তার করেন ১৬ বলে ২১।
তারা বাদে কেবল বলার মতো রান পেয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেললেও সেটি ছিল না টি-টোয়েন্টিসুলভ। বল খেলেন ৪৩টি। তাছাড়া নিহার তাজ (১০) কেবল দুই অংকে পৌঁছান।
এদিন ওয়েস্ট ইন্ডিজ একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক হেইলি ম্যাথিউস, আগের ম্যাচের প্লেয়ার অব দা ম্যাচ কিয়ানা জোসেফ ও শিমেইন ক্যাম্পবেল। তাদের সহজ রান তাড়ায় একটু ভুগতে হয় ক্যারিবিয়ানদের।
১১.২ ওভারে ৬১ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। সিরিজজুড়ে ঝড়ো ব্যাটিং উপহার দেওয়া ড্রেন্ড্রা ডটিনও এ দিন ফেরেন দ্রুতই। ১২ বলে ১০ রানে তাকে রাবেয়া খান।
তবে ম্যাচ স্বাগতিকেরা ঠিকই জিতে যায় ৯ বল বাকি রেখে। তিনে নামা গ্লাসগো ২৮ বলে ২৫ রান করলে স্বস্তি ফেরে স্বাগতিক শিবিরে। শাবিকা গাজনাবি ও জাইদা জেমস বাকি পথটুকুতে দলকে পার করান নির্বিঘ্নে।
গাজনবি ২৫ বলে ২৭ আর জাইদা জেমস ২২ বলে ১৪ রান করেন। টাইগ্রেসদের হয়ে ২টি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও সুলতানা খাতুন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা