২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬
`

পাকিস্তানের হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতে বাংলাদেশ

পাকিস্তানের হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র এখনো শেষ হয়নি। তবে শেষের আগেই একটা সুখবর পেয়েছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথম সপ্তম স্থান অর্জন করেছে টাইগাররা। এর আগের দুই চক্রে সবার তলানিতে ছিল তারা।

৯ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সাতে উঠে এসেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বদলৌতে। মুলতানে দুই দলের সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ায় এই অর্জন ছুয়েছে টাইগাররা।

প্রথমটিতে শান মাসুদরা জিতে নেয় ১২৭ রানে। আজ দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭৮ রান। ৬ উইকেট হাতে নিয়ে তৃতীয় দিন শুরু করে পাকিস্তান।

তবে মাত্র ৫৭ রান তুলতেই হারায় বাকি ৬ উইকেট। ১৩ রান করা সৌদ শাকিলকে দিয়ে শুরু করেন সিনক্লেয়ার, শেষটা করেন ওয়ারিক্যান। মাঝে এই বাঁহাতি নেন আরো ৩ উইকেট। সব মিলিয়ে এই ইনিংসে ৫ উইকেট নেন তিনি।

এর আগে প্রথম ইনিংসেও ৪ উইকেট নিয়েছিলেন ওয়ারিক্যান। সব মিলিয়ে এই সিরিজে ১৯ উইকেট নিলেন এই ক্যারিবীয় স্পিনার। সাথে ব্যাট হাতে করেন ৮৫ রান। সুবাদে ভাগিয়ে নেন সিরিজ সেরার পুরস্কার।

শনিবার শুরু হওয়া এই টেস্টে প্রথম ইনিংসে আগে ব্যাট করে ১৬৩ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান আবার গুটিয়ে যায় ১৫৪ রানেই। অবিশ্বাস্য ৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ক্যারিবীয়রা যোগ করে আরো ২৪৪ রান।

সুবাদে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৪ রানের। যা তাড়া করতে নেমে ১৩৩ রানেই গুটিয়ে যায় স্বাগতিকেরা। তাতে দুই ম্যাচের সিরিজ শেষ হয় ১-১ সমতায়।

আর দুই দলের কেউই সিরিজ না জেতায় টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের শতাংশে বাংলাদেশের পেছনে পড়ে গেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আগের দুইবার নয়ে থাকা টাইগাররা ৩১.২৫ পয়েন্ট নিয়ে আছে সাতে।

আর ওয়েস্ট ইন্ডিজ ২৮.২১ পয়েন্ট নিয়ে আটে, পাকিস্তান ২৭.৯৮ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে এবারের চক্র শেষ করল।


আরো সংবাদ



premium cement