২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬
`

বরিশালের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি খুলনার

বরিশালের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি খুলনার - ছবি : সংগৃহীত

শুরুর আগ্রাসন শেষ পর্যন্ত ধরে রাখতে না পারলেও বড় পুঁজি পেয়েছে খুলনা টাইগার্স। বরিশালের দিকে ছুড়ে দিয়েছে চ্যালেঞ্জিং লক্ষ্য। ব্যাট হাতে নামা প্রায় সবাই পেয়েছেন রানের দেখা। ফিফটি হাঁকিয়েছেন নাইম শেখ।

প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে আজ সোমবার ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে খুলনা টাইগার্স। মিরপুরে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৭ রান তুলেছে খুলনা।

উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় খুলনা। নাইম শেখ ও মেহেদী মিরাজ মিলে ৫.৩ ওভারে তোলেন ৪৭ রান। মিরাজ ফেরেন ১৮ বলে ২৯ করে। এরপর এলেক্স রসকে নিয়ে ৯৯ রানে পৌঁছান নাইম।

৮.৫ ওভারে ২৭ বলে ৫১ রান করা নাইমকে থামান ফাহিম আশরাফ। এরপর অবশ্য রানের গতি খানিকটা কমে আসে। পরের ১৯ বলে আসে মাত্র ১২। রস ফেরেন ১৫ বলে ২০ করে। উইলিয়াম বসিস্তো আর আফিফের জুটিও জমেনি।

২৭ বলে ৩২ রানে আউট হোন আফিফ। দ্রুত ফেরেন মোহাম্মদ নাওয়াজ (২)। তবে শেষ দিকে ঝড় তোলেন মাহিদুল ইসলাম। ১২ বলে করেন অপরাজিত ২৭ রান। ১৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন বসিস্তো। ফাহিম নেন ২ উইকেট।


আরো সংবাদ



premium cement