ওয়ার্নার আসছেন বিপিএলে, আসতে পারেন টিম ডেভিড-সুনীল নারিনও
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জানুয়ারি ২০২৫, ১৩:৪৬
এলেক্স হেলস চলে যাবার পর ব্যাটিং নিয়ে একটু চাপেই আছে রংপুর রাইডার্স। বিশেষ করে টপ অর্ডারের দুর্বলতা বেশ ভোগাচ্ছে তাদের। সেই অবস্থা বেরিয়ে আসতে ডেভিড ওয়ার্নারকে উড়িয়ে আনছে রংপুর।
এক সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তারকার হাঁট বসলেও তা এখন কেবল অতীত। তারকারা এখনো আসেন বটে, তবে গোটা আসরজুড়ে আর জ্বলজ্বলে করেন না। ম্যাচ চুক্তিতে দেখা মেলে তাদের। এবারো তার ব্যতিক্রম নয়।
এবারের বিপিএলে নতুন শুরুর ঘোষণা এলেও তার কিছুই হয়নি। পুরনো বিতর্কের পাশাপাশি নতুন বেশকিছু ঘটনা সমালোচিত করেছে বিপিএল। এদিকে এবারের বিপিএলে নেই তারকা ক্রিকেটারের উজ্জ্বলতা।
হাতেগোনা কয়েকজন আসছেন বটে। তবে খুব হিসেব করে, সময় মেপে। তাদের মাঝে যে ক’জন আছেন, তাদের একজন এলেক্স হেলস। সাবেক এই ইংলিশ ব্যাটারকে মাত্র ৬ ম্যাচের জন্য দলে ভেড়ায় রংপুর।
হেলসকে নিয়ে প্রথম ছয় ম্যাক্স স্বপ্নের মতোই কাটে রংপুরের। টানা ছয় জয় তুলে নেয় তারা। এরপর আরো দু’টি ম্যাচ জিতলেও এরপরই বাঁধে বিপত্তি। ব্যাটিং ব্যর্থতায় পরপর দুই ম্যাচ হারে রাজশাহীর কাছে। যা প্লে অফের আগে শঙ্কায় ফেলে ম্যানেজমেন্টকে।
এমতাবস্থায় হেলসের বিপরীতে আরো বড় নাম নিয়ে আসছে রংপুর। বাংলাদেশে আসছেন ডেভিড ওয়ার্নার। সাবেক এই অজি ওপেনার আসতে পারেন দিন দু’য়েকের মধ্যেই। ইতোমধ্যে শেষ হয়েছে আনুষ্ঠানিকতা।
শুধু তাই নয়, আরেক অজি বিধ্বংসী ব্যাটার টিম ডেভিডকেও আসতে রাজি করিয়েছে রংপুর। আসতে পারেন বিপিএলের পরিচিত মুখ সুনিল নারিনও। তবে তাদের এখনি নয়, অবস্থা বুঝে নিয়ে আসবে ম্যানেজমেন্ট।
অন্যদিকে ফরচুন বরিশালও পিছিয়ে নেই। কাইল মায়ার্সের অপেক্ষায় তারা। আইএল টি-২০ তে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন মায়ার্স। তার দল প্লে অফ থেকে বাদ পড়লে দেখা যেতে পারে মায়ার্সকে। অবশ্য এর মধ্যে তারা কিউই পেসার এডাম মিলনেকে দলে ভিড়িয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা