সারাদিন যা ঘটেছে রাজশাহী শিবিরে, জানালেন তাসকিন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জানুয়ারি ২০২৫, ০৮:৩৫
গতকাল বিপিএলে ঘটে যায় এক লজ্জাজনক ঘটনা। বিপিএলের বিতর্কের অধ্যায়ে যোগ হয় নতুন কলঙ্ক। দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে দিনভর চলে নানা নাটকীয়তা। ম্যাচ বয়কট করেন বিদেশী ক্রিকেটাররা।
উপায় না পেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো বিদেশি ছাড়া মাঠে নামে রাজশাহী। মিরপুরে মুখোমুখি হয় রংপুর রাইডার্সের। শেষ পর্যন্ত ১১ দেশীয় ক্রিকেটার নিয়ে তারা হারিয়েও দেয় রংপুরকে।
তবে ম্যাচ শেষেও আলোচনায় ছিল রাজশাহী ফ্রাঞ্চাইজির এমন অপেশাদারিত্ব। বিষয়ট নিয়ে কথা হতে পারে জেনে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক তাসকিন আহমেদ নিজেই। স্বভাবসুলভ হাসি নিয়েই দলের অভ্যন্তরীণ সমস্যাগুলোর কথা জানান তিনি।
বলেন 'আজকে দিনের শুরু থেকেই অনেক নাটক দেখেছি। আমি যতটুকু জানি, শেষের দিকে নাকি টিম ম্যানেজমেন্ট টাকা নিয়েও বিদেশি খেলোয়াড়দের দরজায় কড়া নেড়েছে। কেউ নাকি দরজাই খোলেনি।’
এরপর ঘটনার বিবরণ দেন তাসকিন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড় গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেন তিনি। জানান সিদ্ধান্ত ছিল পারিশ্রমিক জটিলতার কারণে নাকি রাজশাহীর পুরো দলই মাঠে আসবে না। যদিও এরপর দেশীয় ক্রিকেটারদের রাজি করার বিসিবি সভাপতি।
তাসকিন বলেন, 'মাঠে যাওয়ার দুই ঘণ্টা আগে শুনি বিদেশি খেলোয়াড়রা কেউ যাবে না। তখন আমাদের বোর্ড থেকে ফোন করে বলা হয়, ‘তোমরা আসো, অন্তত খেলো।’ ফারুক সাহেব আমাদের বলেছেন, ‘টাকা না দিলে বিসিবি দিবে, তোমরা মন দিয়ে খেলো।’
‘বিদেশি খেলোয়াড়দেরও ফোন করা হয়েছিল, তাদেরও বলা হয়েছিল, পেমেন্ট ইস্যু না, ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও তারা আসেনি। 'আমিও তাদের কাছে গিয়েছিলাম। কিন্তু ওরা বলেছে টাকা না দিলে আমরা খেলব না। আমার আর কী করার।’
‘পরে আমরা বোর্ডের কাছে অনুরোধ করেছি শুধু দেশীয় খেলোয়াড় নিয়ে খেলার সুযোগ দিতে। আমাদের জন্যও বিষয়টা তেমন সুখকর ছিল না। তবে আমাদের জন্যও তো নিজেদের প্রমাণ করার মঞ্চ এটাই। ম্যাচটা জিতে স্বস্তি পেয়েছি।' - যোগ করেন তাসকিন আহমেদ।
পরের ম্যাচগুলোতেও বিদেশি খেলোয়াড় ছাড়াই খেলবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে তাসকিন বলেন, 'হোটেলে গিয়ে জানতে পারব। আশা করি, ম্যানেজমেন্ট যদি তাদের টাকা দিতে পারে এবং তারা যদি আসে তাহলে দলের জন্য ভালো হবে। অন্তত ২-৩ জন বিদেশি খেলোয়াড় হলেও দলটা আরও শক্তিশালী হবে।'
এদিলে কাল (রোববার) সকালে খবর ছিল, হোটেল কর্তৃপক্ষকে টাকা না দেয়ায় নাকি রাজশাহীর ক্রিকেটারদের হোটেল ছাড়তে হয়েছে। অবশ্য এই ব্যাপারটা স্পষ্ট করেননি তাসকিনও। বলেন- 'আমাদের জন্য এটা নতুন এক্সপেরিয়েন্স, ম্যাচের দিন হোটেল পরিবর্তন। আমাদের নাকি বুকিং দেয়া ছিল শেরাটনে। কিন্তু ওয়েস্টিনে ছিলাম। ওয়েস্টিনের সব রুম বুক হয়ে গেছে, তাই আমরা হোটেল পরিবর্তন করলাম।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা