বিদেশী ছাড়াই রংপুরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় রাজশাহীর
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জানুয়ারি ২০২৫, ২৩:১৮
নানা টানাপোড়েনের ম্যাচে, কোনো বিদেশী ছাড়া খেলতে নেমে অবিশ্বাস্য জয় পেয়েছে দুর্বার রাজশাহী। রংপুরের বিপক্ষে রোমাঞ্চকর লড়াই শেষে ২ রানে জিতেছে তারা। বিপরীতে ব্যাটিং ব্যর্থতায় টানা দুই ম্যাচে হারলো রাইডার্সরা।
রোববার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্স। যেখানে আগে ব্যাট করে ৯ উইকেটে ১১৯ রান তুলে তাসকিন আহমেদের দল। জবাবে ৮ উইকেট হারিয়ে ১১৭ রানে থামে রংপুর।
এই ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিল দুর্বার রাজশাহী। আর্থিক লেনদেন ইস্যুতে দিনভর সরগরম থাকার পর দলটা মাঠে নামে কোনো বিদেশী ছাড়াই। ঠিকমতো প্রাপ্য না পাওয়ায় মাঠে আসেননি রায়ান বার্লরা।
তবে দেশীয়দের নিয়েই আসরের টানা ৮ ম্যাচ জেতা রংপুরকে টেনে ধরে রাজশাহী। আগের ম্যাচে চট্টগ্রামেও রংপুরকে হারায় তাসকিনরা। সেই ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে আজও হারায় গ্লোবাল লিগ চ্যাম্পিয়নদের।
যদিও মাত্র ১১৯ রানের পুঁজি নিয়ে জয় পাওয়াটা অসম্ভব বিষয়ই বটে। ১২.৪ ওভারে ৬৭ রানে ৭ উইকেট হারানোর দলটা শেষ দিকে সানজামুল ইসলামের ২৯ বলে ২৮* রানে তিন অংকের ঘরে পৌঁছায়। ১৯ রান করেন আকবর আলি। এনামুল হক বিজয় ও অধিনায়ক তাসকিন আহমেদও করেন ১৩ রান।
রংপুরের হয়ে খুশদিল শাহ ৩, মোহাম্মদ সাইফুদ্দিন ও রাকিবুল হাসান নেন দুটো করে উইকেট।
জবাব দিতে নেমে মৃত্যুঞ্জয়ের বোলিং তোপে পড়ে রংপুর। ১২.৪ ওভারে ৪৯ রানে হারিয়ে ফেলে ৭ উইকেট। যেখানে ইফতেখার আহমেদ ১৪ ও খুশদিল করেন ১০ রান। বাকিরা কেউ দুই অংকে যেতে পারেননি। ৪ উইকেট নেন মৃত্যঞ্জয়।
এরপর অষ্টম উইকেটে হাল ধরে রংপুরের আশা জিইয়ে রাখেন সাইফউদ্দিন ও রাকিবুল হাসান। দুজনের ৪২ রানের জুটি ভাঙে ১৯তম ওভারে গিয়ে। ২২ বলে ২০ রান করে তাসকিনের শিকার হন রাকিবুল।
তাতে বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন তাসকিন। চলতি আসরে তার মোট শিকার ২৪ উইকেট। এর আগে ২০১৯ সালের আসরে সর্বোচ্চ ২৩ উইকেট নেন সাকিব আল হাসান।
এদিকে শেষ ওভারে জয়ের জন্য দরকার পড়ে ২৫ রান। তাসকিন বল তুলে দেন জিসানের হাতে। প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়ে ভয় ধরিয়ে দেন সাইফউদ্দিন। তবে বুদ্ধিদীপ্ত বোলিংয়ে পরের দুই বলে ডট আদায় করে নেন জিসান।
শেষ দুই বলে চার ও ছক্কায় ফিফটি তুলে নিলেও দলকে জেতাতে ব্যর্থ হন সাইফউদ্দিন। ২ রানের আক্ষেপে পুড়ে রংপুর। তাসকিন ও মোহর শেখ ২টি করে উইকেট নেন।
রংপুরকে পরপর দুই ম্যাচে হারিয়ে প্লে অফের আশা বাড়ালো রাজশাহী। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এলো তারা। শেষ ম্যাচে জিতলেই নিশ্চিত হতে পারে প্লে অফ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা