ফাহিমের বোলিং তোপে ১১৬ রানে অলআউট সিলেট
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জানুয়ারি ২০২৫, ১৬:৩৬, আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬
ফরচুন বরিশালের ফাহিম আশরাফের বোলিং তোপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ৩৩তম ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮.১ ওভার ১১৬ রানে অলআউট হয়েছে সিলেট স্ট্রাইকার্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে বরিশালের পেসার ফাহিম আশরাফের তোপে ৪৬ রানে ৫ উইকেট হারায় সিলেট। জর্জ মুনসি ৪, রনি তালুকদার ৯, জাকির হাসান ৪, কাদেম এলিনি শূন্য ও নাহিদুল ইসলাম ৮ রানে আউট হন। এরমধ্যে ৩ উইকেট নেন ফাহিম।
শুরুর ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করেন জাকের আলি ও আহসান ভাট্টি। ষষ্ঠ উইকেটে ২৬ বলে ৩২ রানের জুটি গড়েন তারা। ভাট্টিকে ব্যক্তিগত ২৮ রানে থামিয়ে জুটি ভাঙ্গেন বরিশালের স্পিনার মোহাম্মদ নবি।
ভাট্টি ফেরার পর দলীয় ৮৭ রানে জাকেরকে সাজঘরে পাঠান জেমস ফুলার। ৩টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ২৪ রান করেন জাকের।
এরপর অষ্টম উইকেটে অধিনায়ক আরিফুল হক ও তানজিম হাসান সাকিবের ১১ বলে ১৬ রানের জুটিতে ১ শ’র কোটা পার করে সিলেট। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতে ১১৬ রানে গুটিয়ে যায় সিলেট।
আরিফুল ১২, তানজিম ১৩ ও সুমন ৭ রান করেন। আরিফুল ও সুমনকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন ফাহিম। তার বোলিং ফিগার দাঁড়ায়- ৩.১ ওভারে ৭ রানে ৫ উইকেট। টি-টোয়েন্টিতে এনিয়ে দ্বিতীয়বার ৫ উইকেট নিলেন ফাহিম।
চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদের পর দ্বিতীয় বোলার হিসেবে ৫ উইকেট নিলেন ফাহিম।
সূত্র : বাসস