আবারো স্বপ্নভঙ্গ, সুপার সিক্স থেকে বিদায় বাংলাদেশের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জানুয়ারি ২০২৫, ১৬:০৮
আবারো স্বপ্নভঙ্গ বাংলাদেশের। ভারতের কাছে হেরে সেমিফাইনালের আশা শেষ। সুপার সিক্স থেকেই বিদায় নিতে হচ্ছে টাইগ্রেসদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচটা কেবল আনুষ্ঠানিকতার।
রোববার অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্সের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। যেখানে ভারতীয় নারীদের কাছে পাত্তাই পায়নি জুনিয়র টাইগ্রেসরা। সুমাইয়ার দলের হার ৮ উইকেটে।
এদিন মালয়েশিয়ার কুয়ালালামপুরে টসে হেরে আগে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার ব্যাট করে ৮ উইকেটে জমা করে মাত্র ৬৪ রান। জবাবে ৭.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় মেয়েরা।
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা ছিল শুরু থেকেই। টপঅর্ডারের ৫ ব্যাটারই আউট হন সিঙ্গেল ডিজিটে। ষষ্ঠ উইকেটে জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আক্তার কিছু রান তুলেন।
৩১ রানের জুটির পর বৈষ্ণবী শর্মার ওভারে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন জান্নাতুল। ২০ বলে তিনি করেন ১৪ রান। এরপর নিশিতা আক্তারকে নিয়ে স্কোর বোর্ডে এরপর আর ১১ রান যোগ করতে সক্ষম হন সুমাইয়া।
দলের হয়ে ২৯ বলে সুমাইয়া আক্তার করেছেন সর্বোচ্চ ২১ রান। বৈষ্ণবী শর্মা নেন ৩ উইকেট।
জবাব দিতে নেমে শুরুতেই কামালিনির (৩) উইকেট হারালেও আরেক ওপেনার গঙ্গাদি তৃষা খেলেন ৩১ বলে ৪০ রানের ইনিংস। শানিকা ১১ ও নিকি প্রাসাদ ৫ রানে অপরাজিত থাকেন। একটা করে উইকেট নেন শোভা ও পিংকি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা