২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

বর্ষসেরা টি-টোয়েন্টি দলে যায়গা পেলেন যারা

বর্ষসেরা টি-টোয়েন্টি দলে যায়গা পেলেন যারা - ছবি : সংগৃহীত

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রাজত্ব বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের। দলটার চারজন আছেন একাদশে। এমনকি বর্ষসেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন ভারত থেকেই। এই পুরস্কার পেয়েছেন আর্শদ্বীপ সিং।

২০২৪ সালে মাঠে গড়িয়েছে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক টি-টোয়েন্টি। প্রথমবারের মতো এক বছরে হয়েছে ছয় শ'র বেশি (৬৭৩) ম্যাচ। বছরের মাঝামাঝিতে হয়েছে সবচেয়ে বেশি ২০ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

চার-ছক্কার এই বছরের সেরা পারফর্মারদের খুঁজে বের করেছে আইসিসি। তাদের নিয়ে শনিবার প্রকাশ করেছে বর্ষসেরা একাদশ। একই সাথে প্রকাশ করা হয়েছে বর্ষসেরা ক্রিকেটারের নামও।

শুক্রবার প্রকাশ পেয়েছিল আইসিসির বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দল। এবার বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা প্রকাশ করলো বর্ষসেরা টি-টোয়েন্টি দল। সেই দুই একাদশের মতো টি-টোয়েন্টি একাদশেও নেই বাংলাদেশের কেউ।

আফগানিস্তান, জিম্বাবুয়ের ক্রিকেটার ঠাঁই পেলেও নেই বাংলাদেশের কারো নাম। তবে অবাক করা বিষয় হলো, একাদশে নেই বিশ্বকাপের ফাইনালে খেলা দক্ষিণ আফ্রিকা দলের কারো নামও। নেই নিউজিল্যান্ডেরও কেউ।

একাদশে ভারত থেকে আছেন চারজন। তাছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তান থেকে রয়েছেন একজন করে। দলটির নেতৃত্বে রয়েছেন ভারতের রোহিত শর্মা।

রোহিতের সাথে ওপেনার হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। রোহিত গত বছর ১১ ম্যাচে করেন ৩৭৮ রান। আর হেড ১৫ ম্যাচে ১৭৮.৪৭ স্ট্রাইক রেটে তুলেছেন ৫৩৯ রান।

তিনে থাকা ফিল সল্ট গত বছরে ১৭ ম্যাচে করেন ৪৬৭ রান। পূর্ণ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি রান করা বাবর আজম আছেন ব্যাটিং অর্ডারের চার নম্বরে। ১৩৩.২১ স্ট্রাইকরেটে ৭৩৮ রান করেছিলেন তিনি।

উইকেট কিপার হিসেবে আছেন নিকোলাস পুরান। গত বছর ২১ ম্যাচে ৪৬৪ রান করেছেন তিনি। আর জিম্বাবুয়ের সিকান্দার রাজা আছেন অলরাউন্ডার হিসেবে। গত বছর ২৪ ম্যাচে রাজা করেছেন ৫৭৩, উইকেট নিয়েছেন ২৪টি।

অন্যদিকে দুই স্পিনার রশিদ খান ১৪ ম্যাচে নিয়েছিলেন ৩১ উইকেট। আর ওয়ানিন্দু হাসারাঙ্গা শিকার করেন ৩৮ উইকেট। বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া জাসপ্রিত বুমরাহ গত বছর ৮ ম্যাচে নেন ১৫ উইকেট।

আর আরেক পেসার আর্শদীপ সিং ১৮ ম্যাচে নেন ৩৬ উইকেট। তিনি হয়েছেন এই ফরম্যাটের বর্ষসেরা ক্রিকেটারও। সব মিলিয়ে টি-টোয়েন্টি বর্ষসেরা দলে ভারতের জয়জয়কার।


আরো সংবাদ



premium cement
অর্থ আত্মসাতের আসামিকে ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লির সুপারিশ! দেশে অর্থনৈতিক সংস্কার খুব জরুরি : অর্থ উপদেষ্টা বিনামূল্যের বই বিতরণে বৈষম্যের শিকার কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা রোহিঙ্গা সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র নওগাঁ ও সাতক্ষীরায় দুই মোটর সাইকেল আরোহী নিহত ১১ বার অপারেশনের পরও নাড়াতে পারছেন না পা দেশের কয়েকটি অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ আন্দোলনে আহতদের কারাগারের কাজে চাকরি দেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বড়পুকুরিয়া খনির নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু অল্পের জন্য রক্ষা পেল বনলতা এক্সপ্রেস ট্রেন ও ১২০০ যাত্রী জুলাই-আগস্টের সমস্ত শক্তিকে একসাথে কাজে লাগাতে হবে : আদিলুর রহমান খান

সকল