নোমান-ওয়ারিক্যান যুদ্ধে এক দিনে পড়েছে ২০ উইকেট
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:০৫
নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হবার পথেই ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সেই লজ্জা থেকে দলকে উদ্ধার করেন গোদাকেশ মোতি, কেমার রোচ ও জোমেল ওয়ারিক্যানরা। জবাব দিতে নেমে ভালো নেই পাকিস্তানও।
মুলতানে শনিবার সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩৮ রানে হারিয়ে ফেলে ৭ উইকেট। তবে শেষ পর্যন্ত ১৬৩ রান পর্যন্ত পৌঁছায় সফরকারীরা। হ্যাটট্রিক করেন নোমান আলি।
জবাব দিতে নেমে পাকিস্তানের অবস্থা আরো শোচনীয়। ওয়ারিক্যান, মোতির তোপে ৪৭ ওভারে মাত্র ১৫৪ রানে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। ৯ রানের অবিশ্বাস্য লিড পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
দুই দলের অল আউট হবার সুবাদে মুলতানে এক দিনে পড়েছে ২০ উইকেট। যা পাকিস্তানের মাটিতে সাদা পোসাকে এক দিনে সর্বোচ্চ উইকেট হারানোর রেকর্ড।
মুলতানের প্রথম টেস্টে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টের শুরুটাও ছিল অনেকটা একই রকম। কাভেম হজের ৩৮ বলে ২১ বাদে দুই অংকের ঘরে যেতে পারেননি প্রথম আট জনের কেউ।
নোমান হ্যাটট্রিক করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। আগেই দুই উইকেট তুলে নেয়া নোমানের হ্যাটট্রিক আসে তৃতীয় ওভারে, প্রথম তিন বলেই। জাস্টিন গ্রেভস, টেভিন ইমলাখ ও কেভিন সিনক্লেয়ারকে পরপর তিন বলে ফেরান তিনি।
একই সাথে নোমান পূরণ করেন ৫ উইকেট। এই নিয়ে টানা ৫ টেস্টে তিনি ৫ উইকেটের কৃতিত্ব দেখালেন।
১৯ টেস্টের ক্যারিয়ারেই ৮ বার ইনিংসে ৫ উইকেট হয়ে গেল নোমানের।
এরপর হজ ফিরলে ৫৪ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে নয়ে নামা মোতি করেন ৮৭ বলে ৫৫, দশে নামা রোচ ৪৫ বলে ২৫ ও এগারোয় নামা ওয়ারিক্যান ৪০ বলে ৩৬ রান করেন।
জবাব দিতে নেমে মাত্র ৫১ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। মোতি ও রোচ মিলে ফেরান শান মাসুদ (১৫), হোরাইরা (৯), বাবর আজম (১) ও কামরান গুলামকে (১৬)। এরপর অবশ্য সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান হাল ধরেন।
তাদের জুটিতে যোগ হয় ৬৪ রান। স্বস্তি ফেরে পাকিস্তান শিবিরে। তবে শাকিল ৬২ বলে ৩২ করে ওয়ারিক্যানের শিকার হলে ধস নামে পাকিস্তানের ইনিংসে। ৭৫ বলে ৪৯ রান করা রিজওয়ানকেও ফেরান ওয়ারিক্যান।
এরপর সাজিদ খানের ১৬* রান দেড় শ' পার করায় পাকিস্তানকে। তবে আর কেউ পায়নি দুই অংকের দেখা। ওয়ারিক্যান ৪, মোতি ৩ ও রোচ নেন ২ উইকেট। পাকিস্তানের ইনিংস শেষ হতেই শেষ হয় প্রথম দিনের খেলা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা