২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

বিসিবির জরুরি সভা বিকেলে

- ছবি - ইন্টারনেট

জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খানিক বাদেই মিরপুর কার্যালয়ে কর্তা ব্যক্তিদের নিয়ে বসবেন সভাপতি ফারুক আহমেদ। বিপিএলের পেমেন্ট ও ঢাকার ক্লাবগুলোর ক্রিকেট বয়কট ইস্যু প্রাধান্য পাবে আলোচনায়।

আজ শনিবার জরুরি বোর্ড সভায় বসবে বিসিবির পরিচালনা কমিটি। মিরপুরের হোম অব ক্রিকেটে বৈঠকটি বিকেল ৩টায় শুরু হওয়ার কথা।

বিসিবির গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবনা বাতিল ও কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ, বিপিএলএ খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে জটিলতা এবং স্পট ফিক্সিং নিয়ে টালমাটাল দেশের ক্রিকেট।

এসব সঙ্কট থেকে উত্তরণে চলতি বছরে দ্বিতীয়বারের মতো বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবি পরিচালকরা। এর আগের বৈঠকটি অনলাইনে হলেও এবার স্ব-শরীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সভা।

বিপিএল চলাকালীন এবারের সভাটি নানা কারণে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্রিকেটে, যা অনেকটা বাধ্য হয়েই ডাকতে হয়েছে ফারুক আহমেদকে। অনেক বিষয়ের মাঝে সবচেয়ে বড় ঢাকার ক্লাবগুলোর ক্রিকেট বয়কটের ঘটনা।

অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই কথা ছিল বদলানো হবে বিসিবির গঠনতন্ত্র। সে ধারাবাহিকতাতেই একটা কমিটি করা হয় বোর্ড থেকে। যার দায়িত্ব বর্তায় বিসিবির নতুন পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের ওপর। তার সাথে যোগ হোন আরো চারজন।

তাদের প্রস্তাবনা অনুযায়ী বেশ কিছু পরিবর্তন আসার কথা ছিল বোর্ডে। তবে সেই প্রস্তাবনাগুলোর খসরা আগেই ফাঁস হয়ে যায় বিভিন্ন গণমাধ্যমে। শুরু হয় সমালোচনা। প্রস্তাবনাগুলো নিয়ে বেঁকে বসে ঢাকার ক্লাবগুলো।

সিসিডিএমের ৭৮টি ক্লাব জড়ো হয় এক ছাতার নিচে। জানিয়ে দেয়া হয়, ক্লাবগুলোর কাউন্সিলর কমানোর প্রস্তাব পূনর্বিবেচনা না হলে বন্ধ থাকবে প্রথম বিভাগ, হবে না প্রিমিয়ার লিগও। সেই সাথে চাওয়া হয় নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ।

এই বিষয়েই বিস্তারিত আলোচনা হবে মিটিংয়ে। যদিও এই বৈঠকে থাকবেন না ফাহিম। অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ দলের সাথে মালয়েশিয়াতে অবস্থান করছেন তিনি। তাকে ছাড়াই বসবে বিসিবির গুরুত্বপূর্ণ এই বৈঠক।

এবারের বৈঠকের আলোচ্যসূচিতে থাকা আরো একটি ইস্যুও এখন হট টপিক। বিপিএলের পারিশ্রমিক ইস্যু। ফ্রাঞ্চাইজিগুলো থেকে এখনো প্রতিশ্রুত গ্যারান্টি মানি পায়নি বিসিবি। ক্রিকেটারদের বেতন-ভাতা দিতেও গড়িমসি করছে কয়েকটি ফ্রাঞ্চাইজি।

ইতোমধ্যে অনুশীলন বয়কট, ক্রিকেটারদের দল ত্যাগের মতো ঘটনাও ঘটেছে। এমতাবস্থায় ভীষণ চাপে বিসিবি। কী করে বের হয়ে আসা যায় এই সঙ্কট থেকে, তা নিয়েও কথা হবে সবার সাথে।

আলোচনা হবে বিসিবির বহুল চর্চিত স্ট্যান্ডিং কমিটি এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়েও।


আরো সংবাদ



premium cement