বর্ষসেরা টেস্ট একাদশেও নেই বাংলাদেশের কেউ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪৬
বর্ষসেরা ওয়ানডে দলের মতো টেস্ট দলেও লাল-সবুজের কাউকে রাখেনি আইসিসি। ইংল্যান্ড ও ভারতের একাধিক ক্রিকেটার থাকলেও নেই বাংলাদেশ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার কেউ।
২০২৪ সালের সেরা টেস্ট একাদশে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। শুক্রবার (২৪ জানুয়ারি) এই তালিকা প্রকাশ করে তারা। যেখানে সর্বাধিক চার জন ইংল্যান্ডের। দ্বিতীয় সর্বোচ্চ তিনজন আছেন ভারতের।
সাতজন ব্যাটার, একজন স্পিন অলরাউন্ডার আর তিনজন পেসার নিয়ে সাজানো হয়েছে এবারের বর্ষসেরা টেস্ট একাদশ। ওপেনার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন ভারতের যশস্বী জয়সওয়াল ও ইংল্যান্ডের বেন ডাকেট।
গত বছর ৫৪.৭৪ গড়ে ১৪৭৮ রান করেছেন জয়সওয়াল। বেন ডাকেট করেন ৩৭.০৬ গড়ে ১১৪৯ রান। ওয়ান ডাউনের জায়গাটা দখলে করে নিয়েছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। ৫৯.৫৮ গড়ে ২০২৪ সালে তার রান ১০১৩।
ইংলিশ ব্যাটার জো রুট আছেন তালিকার চারে। ৫৫.৫৭ গড়ে গত বছর তিনি করেছেন সর্বোচ্চ ১৫৫৬ রান। পাঁচ নম্বর জায়গাটা দখলে নিয়েছেন আরেক ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। ৫৫ গড়ে ২০২৪ সালে তার রান ১১০০।
একমাত্র শ্রীলঙ্কান হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন কামিন্দু মেন্ডিস। অসাধারণ একটি বছর কাটানো কামিন্দুর গড় অন্য সবার চেয়ে বেশি। ৭৪.৯২ গড়ে তিনি করেছেন ১০৪৯ রান। দলেত উইকেটরক্ষক ইংল্যান্ডের জ্যামি স্মিথ।
৪২.৪৬ গড়ে ৬৩৭ রানের পাশাপাশি ৩২ ডিসমিসালস আছে তার স্মিথের নামের পাশে। আর স্পিন অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ২৯.২৭ গড়ে ৫২৭ রানের পাশাপাশি ২৪.২৯ গড়ে গত বছর ৪৮ উইকেট নিয়েছেন তিনি।
পেস বোলার হিসেবে সেরা দলে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও ভারতের জাসপ্রিত বুমরাহ। যেখানে অধিনায়কত্বটাও করতে হবে কামিন্সকে।
২০২৪ সালে ২৪.০২ গড়ে ৩৭ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ২৩.৫৩ গড়ে ৩০৬ রান আছে কামিন্সের।১৮. ৫৮ গড়ে ৪৮ উইকেট নিয়ে হেনরি আর ১৪.৯২ গড়ে ৭১ উইকেট নিয়ে বুমরাহ সেরা দলে জায়গা করে নিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা