শেষ ওয়ানডেতে বড় হার, সিরিজের সাথে হাতছাড়া সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪১
শেষ রক্ষা হলো বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডে জিতে বাঘিনীরা ঘুরে দাঁড়ালেও ফের হেরেছে তারা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হেরেছে ৮ উইকেটে। প্রথম ম্যাচেও হেরে যাওয়ায় সিরিজ হাতছাড়া হয়েছে ২-১ ব্যবধানে।
শনিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসে টসে জিতে আগে ব্যাট করে ৪৩.৫ ওভারে মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা। জবাবে ২৭.৩ ওভারে জয় নিশ্চিত করে স্বাগতিকেরা।
এবারই প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেখানে অবস্থান করছে টাইগ্রেসরা।
তবে সফরের শুরুটা ভালো হয়নি। ওয়ানডে সিরিজ খুইয়েছে তারা। একই সাথে হাতছাড়া করেছে সরাসরি ২০২৫ বিশ্বকাপে খেলার সুযোগ। সিরিজের দুই ম্যাচে বড় ব্যবধানে হারায় এখন টাইগ্রেসদের খেলতে হবে বাছাইপর্ব
উল্লেখ্য, প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা ছিল সিরিজে৷ শেষ ম্যাচটা তাই রূপ নেয় অলিখিত ফাইনালে। যেখানে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। ১ উইকেটে ৬৮ রান থেকে পরের ৫০ রান তুলতেই গুটিয়ে যায় দল।
শুরুতেই মুর্শিদা খাতুন ফেরার পর দ্বিতীয় উইকেটে জুটি গড়েন ফারজানা হক ও শারমিন আক্তার। যোগ করেন ১০৫ বলে ৬২ রান। ফারজানা ৬৫ বলে ২২ ও শারমিন আউট হোন ৫৮ বলে ৩৭ করে।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (১১) হাল ধরতে ব্যর্থ হোন। সোবহানা মোস্তারি একপাশ আগলে রাখলেও অন্য প্রান্ত থেকে উইকেট পড়তে থাকে অবিরত। মোস্তারির ৬২ বলে ২৫ ব্যতিত আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি।
কারিশমা ৪ ও জাইদা জেমস নেন ২ উইকেট।
জবাব দিতে নামা ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙে ১১.৫ ওভারে ৪৫ রানে। হাইলি ম্যাথিউজ ফেরেন ৩৩ বলে ২২ করে। আরেক ওপেনার ৬৬ বলে ৩৯ করে মারুফার শিকার হোন। তবে আর কোনো উইকেট হারায়নি তারা।
শিমাইনা ক্যাম্পবেলে ৪৭ বলে ২৫ ও দেন্দ্রা দত্তিনের ১৯ বলে অপরাজিত ৩৩ রানে সহজেই জয়ের বন্দরে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা