পারভেজ ইমনকে এক টাকাও দেয়নি চট্টগ্রাম, বিসিবিতে অভিযোগ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ জানুয়ারি ২০২৫, ২৩:০০
এবার বিপিএলকে প্রশ্নবিদ্ধ করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিতর্কের জন্ম দিয়েছে বন্দরনগরীর এই দল। হেঁটেছে দুর্বার রাজশাহীর পথেই, ক্রিকেটারদের সাথে লেনদেন নিয়ে সমস্যা তাদের। টাকা পাননি পারভেজ ইমন ।
একের পর এক অনিয়মে ক্ষত বিক্ষত বিপিএলের এবারের আসর। পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীকে নিয়ে কম জলঘোলা হয়নি। এবার সে তালিকায় যোগ দিলো চট্টগ্রাম কিংস। পারভেজ ইমনকে এক টাকাও দেয়নি দলটা।
চট্টগ্রাম কিংস থেকে কোনো টাকা না পেয়ে বিসিবি’র দারস্থ হয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা এই ব্যাটার। অভিযোগ করেছেন দুই দুইবার চেক বাউন্স হবার। এমনকি দল ত্যাগও করেছেন ইমন, আসেননি ঢাকায়।
বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে চলছে দুই দিনের বিরতি। ২৬ তারিখ থেকে আবারো শুরু হবে ঢাকা পর্ব। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দলের সাথে নেই ইমন।
পারভেজ ইমনকে যে এখনো পারিশ্রমিকের এক টাকাও দেয়া হয়নি তা স্বীকার করেছেন চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী। তবে কেনো দেয়া হয়নি তার কোনো ব্যাখ্যা দেননি তিনি।
উল্লেখ্য, কিছুদিন আগেই ছড়িয়ে পড়ে চট্টগ্রামের পারিশ্রমিক নিয়ে টালবাহানার কথা। জানা যায়, পারিশ্রমিক না পাওয়ায় দলের সাথে মাঠে যাননি শ্রীলঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা