সিলেটের অপেক্ষা বাড়িয়ে খুলনার বড় জয়
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জানুয়ারি ২০২৫, ২২:৩৫, আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ২২:৫২
প্লে অফের আশা বাঁচিয়ে রাখল খুলনা টাইগার্স। সিলেটকে কঠিন সমীকরণে ঠেলে দিয়ে সুবিধাজনক অবস্থানে উঠে এসেছে খুলনা। মেহেদী মিরাজের দারুণ ব্যাটিংয়ে তারা সিলেটকে হারিয়েছে ৬ উইকেটে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স। যেখানে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫২ রান তুলে সিলেট। জবাবে ১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় খুলনা।
উদ্বোধনী জুটিতেই জয়ের পথে বড় লাফ দেয় খুলনা। ৭ ওভারে যোগ করে ৬৫ রান। ওভারের শেষ বলে আউট হবার আগে নাইম শেখ করেন ১৭ বলে ২০ রান। আফিফ ফেরেন দ্রুতই (৩)। তবে মিরাজ তখনো খেলতে থাকেন নিজের মতো।
১৩.৪ ওভারে দলকে ১০৬ রানে রেখে মিরাজ আউট হোন আটটি চার দু’টি ছক্কায় ৫০ বলে ৭০ করে। এরপর মাহিদুল ইসলাম ১৩ বলে ১৭ রানে অপরাজিত থাকলেও এলেক্স রস ও উইলিয়াম বসিস্তো মিলে নিশ্চিত করেন জয়।
রস ২৩ বলে ২০ ও বসিস্তো অপরাজিত থাকেন ১১ বলে ১৯ করে। সিলেটের হয়ে ২ উইকেট নেন নিহাদুজ্জামান।
এর আগে, টসে জিতে ব্যাট করতে নামা সিলেটের শুরুটা ভালো হয়নি। দারুণ ছন্দে থাকা রনি তালুকদার ফেরেন প্রথম ওভারেই মাত্র ১ রানে। তবে দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় সিলেট।
জর্জে মানসে ও জাকির হাসান মিলে ধরেন হাল। তবে মানসেই ছিলেন অগ্রগামী। তার বিদায়েই অবশ্য জুটি ভাঙে, ফেরেন ৩২ বলে ৫৮ করে। নতুন আসা কাদেম আলাইনে ফেরেন ৯ রানে।
জাকির হাসান থিতু হয়েও ইনিংস শেষ করে আসতে পারেননি, ৩২ বলে ৪২ করে থামেন তিনি। অন্যদিকে জাকের আলি পারেননি প্রত্যাশা পূরণ করতে। ১৩ বলে ৮ করেন জাকের। অধিনায়ক আরিফুল ফেরেন ১ রানে।
শেষ দিকে, সুমন খানের ৫ বলে ১২ রানে দেড় শ’ পেরোয় সিলেট। খুলনার হয়ে দু’টি করে উইকেট নেন আবু হায়দার রনি, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা