ভালো শুরুর পরেও অল্পতে আটকা সিলেট
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জানুয়ারি ২০২৫, ২০:৫৩, আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ২২:৩৬
ভালো শুরুর ধারাটা ধরে রাখতে পারেনি সিলেট। জর্জে মানসে যেই পথ দেখিয়ে গিয়েছিলেন, সেই পথে হাঁটতে পারেনি তারা। ফলে বড় সংগ্রহের আশা দেখিয়েও সিলেট থেমেছে ১৫২ রানে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স। যেখানে আগে ব্যাট করে সিলেট। তবে শুরুটা ভালো হয়নি তাদের। দারুণ ছন্দে থাকা রনি তালুকদার ফেরেন প্রথম ওভারেই মাত্র ১ রানে।
তবে দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় সিলেট। জর্জে মানসে ও জাকির হাসান মিলে ধরেন হাল। তবে মানসেই ছিলেন অগ্রগামী। তার বিদায়েই অবশ্য জুটি ভাঙে, ফেরেন ৩২ বলে ৫৮ করে। নতুন আসা কাদেম আলাইনে ফেরেন ৯ রানে।
জাকির হাসান থিতু হয়েও ইনিংস শেষ করে আসতে পারেননি, ৩২ বলে ৪২ করে থামেন তিনি। অন্যদিকে জাকের আলি পারেননি প্রত্যাশা পূরণ করতে। ১৩ বলে ৮ করেন জাকের। অধিনায়ক আরিফুল ফেরেন ১ রানে।
শেষ দিকে সুমন খানের ৫ বলে ১২ রানে দেড় শ’ পার হয় সিলেট। খুলনার হয়ে ২টি করে উইকেট নেন আবু হায়দার রনি, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা