২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

জয়রথ থেমেছে রংপুরের, রাজশাহীর কাছে পেল প্রথম হারের স্বাদ

- ছবি - ইন্টারনেট

অবশেষে জয়রথ থামল রংপুর রাইডার্সের। উড়তে থাকা দলটাকে টেনে ধরল দুর্বার রাজশাহী। টানা আট ম্যাচে জয়ের পর হারের তিক্ত স্বাদ পেল গ্লোবাল লিগ চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে হার টানা ১১ ম্যাচ পর!

আজ বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহী। যেখানে আসরে প্রথমবারের মতো হারের মুখ দেখল রংপুর। রাজশাহীর বিপক্ষে হার ২৪ রানে।

এদিন টসে হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৭০ রান তুলে দুর্বার রাজশাহী। ইয়াসির আলি খেলেন ৩২ বলে ৬০ রানের ইনিংস। জবাবে ১৯.২ ওভারে ১৪৬ রানে গুটিয়ে গেছে রংপুর।

হারতে যেন ভুলেই গিয়েছিল রংপুর। গ্লোবাল লিগে টানা তিন জয়ে চ্যাম্পিয়ন হবার পর বিপিএলেও টানা আট ম্যাচে অপরাজিত ছিল তারা। অবশেষে রাজশাহীর কাছে এসে ধরা খেলো দলটা। রায়ান বার্লের দুর্দান্ত বোলিংয়ে হেরে গেছে তারা।

রান তাড়ায় নেমে ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। স্টিভেন টেইলর ১০ বলে ৪, ইরফান শুক্কুর ও ইফতিখার আহমেদ ০ রানে আউট হন। মেহরাব হোসেন নেন ২ উইকেট।

চতুর্থ উইকেটে খুলদিল শাহকে নিয়ে হাল ধরেন সাইফ হাসান। তবে যোগ্য সঙ্গ দিতে পারেননি খুশদিল। ১৩ বলে ১৪ রান করে আউট হন তিনি। দলকে ৭৪ রানে পৌঁছে দিয়ে বিদায় নেন সাইফও। ফেরেন ২৯ বলে ৪৩ করে।

এরপর শেখ মেহেদীও (৮) ফেরেন দ্রুত। তবে নুরুল হাসান সোহান চেষ্টা করেন। তবে তার ২৬ বলে ৪১ রানের ইনিংসও জয়ের জন্য যথেষ্ট হয়নি। আর শেষ দিকে সাইফুদ্দিনের ১৪ বলে ২৩ রান হারের ব্যবধান কমায়।

রায়ান বার্ল ২২ রানে ৪ উইকেট নেন। দু’টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মেহরাব হোসেন।

এর আগে, রাজশাহীর শুরুটা ছিল ঝড়ো। প্রথম ৭ ওভারে ৭৫ রান তুলে মাত্র ১ উইকেট হারিয়ে। মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ করে আউট হলেও রানের গতি ধরে রাখেন সাব্বির হোসেন।

জ্বলে উঠার দিনে চারটি বাউন্ডারি আর তিনটি ছক্কায় ১৯ বলে ৩৯ রান করে ফেরেন সাব্বির। ৭.২ ওভারে তাকে ফেরান খুশদিল। পরের বলেই রায়ান বার্লকেও ফেরান খুশদিল। তাতে খানিকটা ধাক্কা খায় রাজশাহী।

তবে সেখান থেকে দলকে টানেন ইয়াসির আলি। এনামুল হক বিজয়কে দর্শক বানিয়ে মাত্র ২৭ বলে তুলে নেন ফিফটি। তবে ৩২ বলে ৬০ করে খুশদিলের বলে থামতে হয় তাকে। দু’ বল পর ফেরেন বিজয়ও।

রান আউট হবার আগে বিজয় করেন ৩১ বলে ৩৪। এরপর আকিফ জাভেদের তোপে দ্রুত আরো ৩ উইকেট হারায় রাজশাহী। আর কেউ পারেননি থিতু হতে। শেষ ২৬ বলে মাত্র ১৮ রান যোগ করতেই ৫ উইকেট হারায় তারা।

খুশদিল ও আকিফ জাভেদ নেন তিনটা করে উইকেট। নাহিদ রানা ও রাকিবুল হাসানের একটা করে উইকেট আছে।

উল্লেখ্য, এই জয়ে সেরা চারে যাওয়ার আশা টিকিয়ে রাখল তাসকিনরা। ১০ ম্যাচে চারটি জয় নিয়ে উঠে এসেছে সেরা চারে। এখনো তাদের হাতে আছে দু’টি ম্যাচ।


আরো সংবাদ



premium cement