২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

অভিষেক ঝড়ে পাত্তাই পেল না ইংল্যান্ড

-

খানিকটা সমীহও পেল না ইংল্যান্ড। পাত্তাই পায়নি বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে। অভিষেক ঝড়ে রীতিমতো উড়ে গেছে তারা। ইডেন গার্ডেনে তার ৮ ছক্কার ইনিংসে সহজেই জয় পেয়েছে ভারত। এগিয়ে গেল সিরিজে।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটায় বুধবার রাতে ঘরের মাঠে ভারত মুখোমুখি হয় ইংল্যান্ডের। কলকাতায় আয়োজিত প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকেরা।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে অল আউট হয় ইংল্যান্ড। স্কোরবোর্ডে আসে ১৩২ রান। যা মাত্র ৩ উইকেট হারিয়ে ৪৩ বল হাতে রেখেই পাড়ি দেয় ভারত। ৩৪ বলে ৭৯ রান করেন অভিষেক শর্মা।

রান তাড়ায় নেমে ৪.২ ওভারে ৪১ রানে ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। ২০ বলে ২৬ রান করে সাঞ্জু স্যামসন আউট হোন। আর তিনে নেমে রানের খাতা না খুলেই বিদায় নেন সূর্যকুমার যাদব।

তবে একপ্রান্ত আগলে ঝড় তুলেন অভিষেক। কচুকাটা করতে থাকেন ইংলিশ বোলারদের। তাতে লড়াইয়ে ফেরার কোনো সুযোগই পায়নি সফরকারীরা। দলকে একেবারে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়ে থামেন অভিষেক।

শেষদিকে তিলক বার্মা ১৬ বলে ১৯ আর হার্দিক পান্ডিয়া ৪ বলে ৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ইংলিশদের পক্ষে সবচেয়ে সফল জফরা আর্চার ২১ রান খরচায় ২ উইকেট নেন।

এর আগে ইংল্যান্ডের ইনিংস একাই টানেন জশ বাটলার। অধিনায়ক খেলেন ৪৪ বলে ৬৮ রানের ইনিংস। দ্বিতীয় সেরা ১৭ রান করেন হ্যারি ব্রুক। একাদশের ৮ জনই পারেননি দুই অংকের ঘরে যেতে!

ভারতের পক্ষে ২৩ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। এছাড়া ২টি করে উইকেট নেন আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।

সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার চেন্নাইয়ে মুখোমুখি হবে দুদল।


আরো সংবাদ



premium cement