২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো ঢাকা ক্যাপিটালস

৮ উইকেটের জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস - ছবি : নয়া দিগন্ত

প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো ঢাকা ক্যাপিটালস। তানজিদ তামিমের দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছে আসরে নিজেদের তৃতীয় জয়। ফলে ফের সমর্থকদের স্বপ্ন দেখাতে শুরু করেছে দলটা। উঠে এসেছে পয়েন্ট টেবিলের চারে।

হারলেই শেষ প্লে অফের স্বপ্ন, এমন সমীকরণ সামনে রেখেই মাঠে নেমেছিল ঢাকা ক্যাপিটালস। তবে খাদের কিনার থেকে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে ঢাকা। তানজিদ তামিম অপরাজিত ছিলেন ৫৪ বলে ৯০ রানে।

বুধবার (২২ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে চট্টগ্রাম কিংস। লক্ষ্য তাড়ায় ২ উইকেট হারিয়ে ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা ক্যাপিটালস।

আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি স্বাগতিকেরা। নাইম ইসলাম এবং জুবাইদ আকবরির উদ্বোধনী জুটিতে ৪৪ বলে তুলে ৪০ রান। জুবাইদ ফেরেন ২৩ রানে। গ্রাহাম ক্লার্ককে (১৯) ইনিংস বড় করতে দেননি নাজমুল অপু।

দু’ বল পর তালাত হুসাইনকেও (২) আউট করেন অপু। আর পরের ওভারেই মোসাদ্দেকের শিকার হোন নাইম ইসলাম। ফেরেন ৪০ বলে ৪৪ করে। এরপর শামিম পাটোয়ারি ১৫, হায়দার আলি ১৬ ও মোহাম্মদ মিথুন করেন ১২ রান।

ঢাকার হয়ে মোসাদ্দেক ৩ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। ৩ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন নাজমুলও। এছাড়া একটি করে উইকেট শিকার করেন বেটন এবং মেহেদী রানা।

রান তাড়ায় ঢাকাকে শুরু থেকেই জয়ের পথে রাখেন তানজিদ তামিম। লিটন দাস দেখে শুনে খেললেও ২৮ বলে ফিফটি তুলে নেন তামিম। উইকেটে থিতু হয়েও শেষ পর্যন্ত ২৮ বলে ২৫ করে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন লিটন।

তিনে নামা মুনিম শাহরিয়ারও ফেরেন প্রত্যাশা পূরনে ব্যর্থ হয়ে। ১৮ বলে ১২ রান করেই আলিসের শিকার হোন। এরপর সাব্বির রহমানকে নিয়ে বাকি কাজটা সারেন তানজিদ তামিম। সাব্বির ১৪ রানে অপরাজিত থাকেন। তামিম ৯০ রানের ইনিংস সাজান তিনটি চার সাতটি ছক্কায়।

১০ ম্যাচ শেষে ৩ জয়ে ঢাকা এখন উঠে এসেছে পয়েন্ট টেবিলের চারে। তাদের আর বাকি আছে মাত্র ২ ম্যাচ।


আরো সংবাদ



premium cement
শেরপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত খুলনাকে হারিয়ে প্লে-অফে এক পা বরিশালের স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটু কারাগারে ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে : এসএমপি কমিশনার ভারতে আগুন আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে ১২ জনের মৃত্যু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ থাকা প্রয়োজন : বিবিসিকে মির্জা ফখরুল এফবিআইয়ের প্রতিনিধি দলের সিটিটিসি কার্যালয় পরিদর্শন পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস : তদন্ত কমিটি গঠন সিলেটে সিএনজি অটোরিকশা চোরচক্রের নারীসহ গ্রেফতার ৩ ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়াকে কর-শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের ডুয়েটে ‘বিজয় ২৪ হল’ উদ্বোধন

সকল