২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

ইতিহাস গড়ল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজে প্রথম জয়

ইতিহাস গড়ল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজে প্রথম জয় - ছবি : সংগৃহীত

ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। ফুরিয়েছে দীর্ঘ দিনের অপেক্ষা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম জয়ের স্বাদ পেয়েছে টাইগ্রেসরা। যা যেকোনো ফরম্যাটে ক্যারিবীয় নারীদের বিপক্ষে তাদের প্রথম জয়।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে ৬০ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। সেন্ট কিটসে টসে জিতে আগে ব্যাট করে ৪৮.৫ ওভারে ১৮৪ রান তোলে বাংলাদেশ। জবাবে ৩৫ ওভারে ১২৪ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয় নারী দল।

প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেখানে অবস্থান করছে টাইগ্রেসরা।

তবে সফরের শুরুটা মোটেও ভালো হয়নি। বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের মেয়েদের। তবে দ্বিতীয় ওয়ানডেতে এসে বড় জয়ে সিরিজে সমতা ফেরাল তারা। এবার শেষ ওয়ানডেতে প্রত্যাশিত জয় পেলেই সরাসরি পাবে বিশ্বকাপের টিকিট।

বাংলাদেশের ওপেনিং জুটি থেকে আসে ৩৪ রান। এরপর দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে টাইগ্রেসরা। ফারজানা হক ১৮, মুর্শিদা খাতুন ১২ ও শারমিন আক্তার করেন ১১ রান। ৫৬ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা। সোভাহানা মোস্তারির সাথে গড়েন ৫১ রানের জুটি। এরপর স্বর্ণা আক্তারের সাথে ৩৮ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যান।

আলিয়ার বলে আউট হওয়ার আগে টাইগ্রেস অধিনায়ক ১২০ বলে করেন ৬৮ রান। এছাড়াও সোভাহানা মোস্তারির ব্যাট থেকে আসে ২৩ রান। আর স্বর্ণা আক্তার করেন ২৯ বলে ২১ রান। বাকিরা আর তেমন কিছু করতে পারেনি।

ক্যারিবীয়দের হয়ে ৩ উইকেট পেয়েছেন আলিয়াহ আলেইন।

প্রথম ম্যাচে ১৯৯ রানের লক্ষ্য ১ উইকেট হারিয়েই জিতে ফেলা ক্যারিবীয়রা ১৮৫ রানের লক্ষ্য সহজেই তাড়া করবে ভাবলেও হয় উল্টা। বাংলাদেশী বোলারদের বোলিং তোপে ১২৪ রানেই অলআউট হয়ে যায় তারা।

শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ২৮ রান আসে শেমাইন ক্যাম্পবেলের ব্যাট থেকে। চেরি ফ্রেসার ১৮ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ৩ উইকেট পেয়েছেন ৩১ রান খরচায়। আর ২টি করে উইকেট পেয়েছেন মারুফা আক্তার, রাবেয়া খান ও ফাহিমা খাতুন।


আরো সংবাদ



premium cement
ইউক্রেন চুক্তি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ হতে পারে : ট্রাম্প জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সারজিস ডার্কওয়েব সিল্ক রোডের উদ্ভাবক রস উলব্রিক্টকে ক্ষমা ট্রাম্পের বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, নিরাপদে অবতরণ লন্ডন ক্লিনিকে ‘ওয়ান স্টপ সার্ভিসে’ চলবে খালেদা জিয়ার চিকিৎসা ট্রাম্পের শুল্কারোপের জবাব দেবে কানাডা ৫ ঘণ্টা পর দৌলতদিয়ায়-আরিচায় নৌযান চালাচল শুরু ইতিহাস গড়ল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজে প্রথম জয় মঠবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু সিলেট মহানগর বিএনপি সভাপতি ও সম্পাদককে শোকজ চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য রাত, মহানাটকীয় ম্যাচে বার্সার জয়

সকল