২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

সাবেকদের লিগে মুখোমুখি সাকিব-তামিম

সাবেকদের লিগে মুখোমুখি সাকিব-তামিম - ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন না সাকিব আল হাসান, নেই জাতীয় দলেও। তবে সহসাই মাঠে ফিরছেন তিনি। মুখোমুখি হচ্ছেন তামিম ইকবালের। এক সময়ের দু’বন্ধুকে মুখোমুখি করছে লিজেন্ড ৯০ লিগ।

সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে শুরু হচ্ছে লিজেন্ড ৯০ লিগ। সাত দলের এই টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান, তামিম ইকবালসহ আরো দুই বাংলাদেশী।

দেশের হয়ে খেলতে না পারলেও ক্রিকেট থেকে দূরে নেই সাকিব আল হাসান। দেশের বাহিরে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলছেন তিনি। এবার সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টেও দল পেয়েছেন সাকিব।

যদিও আন্তর্জাতিক ওয়ানডে থেকে এখনো বিদায় নেননি সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার, তবে জাতীয় দলে ফেরার সম্ভাবনাও আর নেই। এই সুযোগে তাকে দলে টেনে লিজেন্ড ৯০ লিগের দল দুবাই জায়ান্টস।

অন্যদিকে সদ্যই জাতীয় দলকে বিদায় বলেছেন তামিম ইকবাল। দেশের জার্সিতে আর না খেললেও ঘরোয়া ক্রিকেট ও লিজেন্ডস লিগে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়ে ছিলেন তিনি। এই মুহূর্তে খেলছেন বিপিএলে, নেতৃত্ব দিচ্ছেন ফরচুন বরিশালের।

এর মাঝেই লিজেন্ড ৯০ লিগেও ডাক পেয়েছেন তামিম। তাকে নিয়েছে বিগ বয়েজ ইউনিকারিতে। যা নিশ্চিত করে তামিম লিজেন্ড ৯০ লিগের ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় বলেন, ‘সবাইকে স্বাগত। লিজেন্ডস নাইন্টি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি। এটা জানাতে পেরে খুবই রোমাঞ্চিত আমি।’

লিজেন্ড ৯০ লিগে খেলবেন আরো দুই বাংলাদেশি- বিগ বয়েজ ইউনিকারিতে আবদুর রাজ্জাক ও গুজরাট স্যাম্প আর্মিতে মোহাম্মদ আশরাফুল। রাজ্জাক বর্তমানে বিসিবির নির্বাচক, আশরাফুল বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে আছেন।

রাজ্জাক ছাড়াও এই লিগে তামিম সতীর্থ হিসেবে পাচ্ছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবসের মতো কিংবদন্তিদের। সাকিবের দলে আছেন আবার থিসারা পেরেরা, ডোয়াইন স্মিথ, ব্রেন্ডান টেলর, কেভিন ও’ব্রায়েনদের মতো পরীক্ষিত মুখ।


আরো সংবাদ



premium cement
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সারজিস ডার্কওয়েব সিল্ক রোডের উদ্ভাবক রস উলব্রিক্টকে ক্ষমা ট্রাম্পের বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, নিরাপদে অবতরণ লন্ডন ক্লিনিকে ‘ওয়ান স্টপ সার্ভিসে’ চলবে খালেদা জিয়ার চিকিৎসা ট্রাম্পের শুল্কারোপের জবাব দেবে কানাডা ৫ ঘণ্টা পর দৌলতদিয়ায়-আরিচায় নৌযান চালাচল শুরু ইতিহাস গড়ল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজে প্রথম জয় মঠবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু সিলেট মহানগর বিএনপি সভাপতি ও সম্পাদককে শোকজ চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য রাত, মহানাটকীয় ম্যাচে বার্সার জয় মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

সকল