২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`

ভক্তের ভালোবাসায় আপ্লুত লিটন দাস

ভক্তের ভালোবাসায় আপ্লুত লিটন দাস - ছবি : সংগৃহীত

কিছুদিন আগেও সময়টা ভালো যাচ্ছিল না লিটন দাসের। ব্যাটে রান ছিল না মোটেও, বাদ পড়েন চ্যাম্পিয়নস ট্রফির দল থেকেও। তবে এমন খারাপ সময়ে ঘটে আরো এক মন খারাপের ঘটনা, মাঠেই দুয়ো শুনতে হয় লিটনকে।

চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে নেমে দুয়ো শুনেন তিনি। নিজ দেশের সমর্থকরাই ছুড়ে বিদ্রুপ বাক্য। অসহায় লিটনের নির্বাক দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না সেই সময়ে।

এই সময়ে সমর্থকদের দুয়ো জানানোর সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খুব দ্রুত। আর ওই ভিডিওতে লিটনের অসহায় প্রতিক্রিয়া আবেগপ্রবণ করেছে দেশের ক্রিকেটের অসংখ্য ভক্তকে।

ফলে গতকাল ঢাকা-সিলেটের ম্যাচে লিটনকে সমর্থন দিতে মাঠে আসেন অনেক সমর্থকরা। আবেগ ছোঁয়া বিভিন্ন বাক্য লিখিত প্ল্যাকার্ড হাতে দেখা গেছে অনেককে। যেখানে লিটনের প্রতি ভালোবাসার প্রকাশ করতে দেখা যায় তাদের।

তার মাঝে একটা প্ল্যাকার্ড নজর কাড়ে সবার। যা দেখে আবেগ ধরে রাখতে পারেননি লিটন নিজেও। ক্ষুদে সমর্থকের আনা সেই প্ল্যাকার্ডের ছবি লিটন নিজেই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্ল্যাকার্ডটিতে লেখা ছিল, ‘যদি আপনার জন্য কেউ না থাকে তবে জেনে রাখবেন একমাত্র ভক্ত হিসেবে আমি থাকবো। লিটন কুমার দাস।’

আবেগপ্রবণ লিটন এর প্রতিক্রিয়ায় লেখেন, ‘আমি জানি না আমি ক্রিকেটে কতটুকু কী অর্জন করতে পেরেছি। তবে এই প্ল্যাকার্ডটি আমার আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দিয়েছে।’

‘আমার পরিবার ছাড়াও আমার ‘একজন ভক্ত’ আছে জেনে অবিশ্বাস্য মনে হয়। আনায়রা (লিটনের মেয়ে), মনে হচ্ছে তোমার প্রতিযোগী আছে!’


আরো সংবাদ



premium cement
মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার পদ থেকে অপসারণ সাবেক প্রতিমন্ত্রী জাকির ও চুমকির নামে দুদকের মামলা কুলাউড়ায় বনমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে কোয়ার্টার দখল, ২৫ বছর পর উদ্ধার জামায়াতের কর্মী সম্মেলন সফল হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক সম্মেলন চার অতিরিক্ত ডিআইজিসহ ২০ কর্মকর্তা বদলি ৭ দিনের মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা সীমান্তে বাংলাদেশের বাঁধ সংস্কার : কেন্দ্রীয় সরকারের কাছে নালিশ ত্রিপুরার কিউবাকে সন্ত্রাসী রাষ্ট্র হিসবে পুনরায় তালিকাভুক্ত করেছেন ট্রাম্প পাকুন্দিয়ায় প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে ছুড়িকাঘাতে কৃষক নিহত জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে ট্রাম্পের সই আমলাদের মধ্যে চুরি-দুর্নীতি-ব্যক্তিগত স্বার্থ ছাড়া কোনো চিন্তা নেই : মির্জা ফখরুল

সকল