২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`

বড় জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে চট্টগ্রাম

বড় জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে চট্টগ্রাম - ছবি : সংগৃহীত

ঘরের মাঠে টানা দুই হারের পর অবশেষে স্বস্তির জয় চট্টগ্রাম কিংসের। সমর্থকদের বড় জয় উপহার দিয়েছে তারা। দুর্বার রাজশাহীকে হারিয়েছে ১১১ রানে। বড় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলেও লাফ দিয়েছে তারা। উঠে এসেছে দুই নম্বরে।

আজ সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম মুখোমুখি হয় রাজশাহীর। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৯১ রান তুলে স্বাগতিকেরা। জবাব দিতে নেমে মাত্র ৮০ রানে অলআউট হয় রাজশাহী।

বড় রান তাড়ায় কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি রাজশাহী। প্রথম ওভারে ওপেনার জিশান আলমের (৪) উইকেট হারানোর পর দ্বিতীয় ওভারে মোহাম্মদ হারিসকেও (৯) হারায় দলটি।

চারে নেমে ইয়াসির আলীও হাল ধরতে পারেননি। দলীয় ২০ রানে বোল্ড হয়ে ফেরেন তিনি। পাওয়ার প্লে শেষ হতেই আউট হন আকবর আলীও (২০)। তবে এনামুল হক বিজয় একাই চেষ্টা চালিয়ে যান। তার ইনিংস শেষ হয় ২১ বলে ২১ রানে।

শেষ পাঁচ ব্যাটারদের মাঝে কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। আর ইনজুরির কারণে ব্যাটিংয়েই নামতে পারেননি রায়ান বার্ল। ৮০ রানে অলআউট হয় রাজশাহী। দুটো করে উইকেট নেন নাইম ইসলাম ও শরিফুল ইসলাম।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে উসমান খানকে দ্রুত (৭) হারালেও গ্রাহাম ক্লার্ক ও নাইম ইসলাম মিলে দলকে পৌঁছে দেন ৯২ রানে। দশম ওভারের শেষ বলে ক্লার্ক ফেরেন রান আউট হয়ে ২৮ বলে ৪৫ করে।

তবে চারে নেমে মোহাম্মদ মিথুন দায়িত্ব নেন। এদিকে নাইম তুলে নেন ফিফটি। যদিও এরপর ইনিংস বড় হয়নি, ৪১ বলে ৫৬ করে ফেরেন তিনি। মিথুন আউট হন ২০ বলে ৩২ করে। দ্রুত ফেরেন শামিম (৫)।

এরপর রানের গতি ধরে রাখেন প্রথমবার বিপিএল খেলতে নামা রাহাতুল ফেরদৌস। ৮ বলে ১৬ করেন তিনি। আর শেষ ওভারে ২ ছক্কায় ১৪ বলে ২৬ করে আউট হন হায়দার আলি।

বল হাতে মাত্র ২৩ রানে ২ উইকেট নেন তাসকিন। যা এবারের বিপিএলে তার ২০তম উইকেট। ২ উইকেট নেন মোহর শেখও।

 


আরো সংবাদ



premium cement