চট্টগ্রামের বড় পুঁজি, রাজশাহীর সামনে কঠিন চ্যালেঞ্জ
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ জানুয়ারি ২০২৫, ২১:০৪, আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ২৩:৫৭
পারভেজ ইমনকে বাদ দিয়ে এদিন একাদশ সাজায় চট্টগ্রাম কিংস। তার বদলে ইনিংস উদ্বোধনে আসেন নাইম ইসলাম। সুযোগ পেয়ে বেশ ভালো কাজে লাগান নাইম, তুলে নেন ফিফটি। সুবাদে বড় পুঁজি পায় তার দল।
ঘরের মাঠে প্রথম ম্যাচে জয় পেলেও টানা দুই ম্যাচে হারে চট্টগ্রাম। আজ সোমবার চতুর্থ ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় দুর্বার রাজশাহীর। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৯১ রান তুলে স্বাগতিকরা।
আজ ব্যাট করতে নেমে উসমান খানকে দ্রুত (৭) হারালেও গ্রাহাম ক্লার্ক ও নাইম ইসলাম মিলে দলকে পৌঁছে দেন ৯২ রানে। ১০ম ওভারের শেষ বলে ক্লার্ক ফেরেন রানআউট হয়ে ২৮ বলে ৪৫ করে।
তবে চারে নেমে মোহাম্মদ মিথুন দায়িত্ব নেন। এদিকে নাইম তুলে নেন ফিফটি। যদিও এরপর ইনিংস বড় হয়নি, ৪১ বলে ৫৬ করে ফেরেন তিনি। মিথুন আউট হোন ২০ বলে ৩২ করে। দ্রুত ফেরেন শামিম (৫)।
এরপর রানের গতি ধরে রাখেন প্রথমবার বিপিএল খেলতে নামা রাহাতুল ফেরদৌস। ৮ বলে ১৬ করেন তিনি। আর শেষ ওভারে ২ ছক্কায় ১৪ বলে ২৬ করে আউট হোন হায়দার আলি।
বল হাতে মাত্র ২৩ রানে ২ উইকেট নেন তাসকিন। যা এবারের বিপিএলে তার ২০তম উইকেট। ২ উইকেট নেন মোহর শেখও।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা