বিজয়কে সরিয়ে তাসকিনকে অধিনায়ক করল রাজশাহী
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ জানুয়ারি ২০২৫, ১৮:২৭, আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ১৮:৪১
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে অধিনায়ক বদলানো নতুন কিছু নয়। আগেও বহুবার, বহু আসরের মধ্যবর্তী সময়ে এসেছে নেতৃত্বে বদল। এবারো হলো, নতুন শুরুর ঘোষণা দিলেও পুরনো রোগ দেখা দিয়েছে আবারো।
দুর্বার রাজশাহী বদল এনেছে নেতৃত্বে। আসরের মাঝপথে এসে নতুন অধিনায়ক খুঁজে নিয়েছে তারা। এনামুল হক বিজয়কে সরিয়ে তাসকিন আহমেদকে দেয়া হয়েছে দায়িত্ব। বাকি ম্যাচগুলো তার অধীনেই খেলবে রাজশাহী।
এবার বিপিএলে ধারাবাহিকভাবে ভালো খেলতে ব্যর্থ দুর্বার রাজশাহী। প্লে-অফের লড়াইয়ে এরই মধ্যেই বেশ পিছিয়ে পড়েছে তারা। এখন পর্যন্ত ৮ ম্যাচে মাত্র ৩ জয় তাদের। আছে পয়েন্ট টেবিলের পাঁচে।
গতকাল রোববার খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি (১০০) পেলেও শেষ ওভারে জয়ের জন্য ১৭ রানের সমীকরণ মেলাতে পারেননি এনামুল হক বিজয়। তার পরদিনই কিনা এলো বিজয়ের নেতৃত্ব হারানোর খবর।
বিজ্ঞপ্তিতে রাজশাহী টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাটিংয়ে যেন মনোযোগ আরো বাড়াতে পারেন, সে জন্যই এনামুলের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরানো হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেছে দুর্বার রাজশাহী। সেইসাথে সহ-অধিনায়ক তাসকিনকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা দেয় তারা।
সেই পোস্টে বলা হয়ে, ‘ব্যাটিংয়ে আরো বেশি মনোযোগ দেয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আমরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল। ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি।
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে-অফে তুলতে সাহায্য করবে।
এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন আমাদের নতুন অধিনায়ক তাসকিন আহমেদও। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি।
আমরা আশা করি, টুর্নামেন্টে আমাদের লক্ষ্য অর্জনের পথে মাঠে ও মাঠের বাইরে তিনি দলকে এগিয়ে নিতে পারবেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা