বিজয়ের সেঞ্চুরিও জেতাতে পারেনি রাজশাহীকে
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ জানুয়ারি ২০২৫, ২২:৩০, আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ২২:৪৩
অন্যদের আসা-যাওয়ার ব্যস্ততায় এনামুল হক বিজয় সাধ্যের সবটাই ঢেলে দিলেন। তুলে নিলেন বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি। তবে দিনশেষে তার এই শতক বৃথাই গেছে, খুব কাছে গিয়েও পারেননি রাজশাহীকে জেতাতে।
বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। যেখানে আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৯ রান করে খুলনা। জবাবে বিজয়ের শতকের পরও রাজশাহীর হার ৭ রানে।
ইনিংসের শেষ ৫ বলে জয়ের জন্য রাজশাহীর প্রয়োজন ছিল ১৩ রান, আর এনামুল হক বিজয়ের সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল ৫ রান। শেষ পর্যন্ত বিজয়ের শতক হলো বটে, তবে জয় পাওয়া হয়নি রাজশাহীর। সমীকরণ মেলাতে পারেননি বিজয়।
অবশ্য জয়ের পথেই ছিল রাজশাহী। পাওয়ার প্লেতে ১ উইকেটে ৬১ রান তুলে তারা। জিশান আলম আউট হন ১৫ বলে ৩০ করে। তবে পাওয়ার প্লের পর পরই ফেরেন হারিস, ১৫ বলে ১৫ করেই থামেন তিনি। এরপর থেকেই ইনিংস টানেন বিজয়।
প্রথমে ইয়াসির আলির সাথে গড়েন ৫৮ রানের জুটি। ইয়াসির ১৭ বলে ২০ করে ফিরলে রায়ান বার্লকে নিয়ে ঝড় তুলেন। পরের ৩৬ বলে যোগ হয় ৭৩ রান। বার্ল ফেরেন ১৯তম ওভারের শেষ বলে ১৬ বলে ২৫ করে।
বিজয় তখন ৫১ বলে ৯১ রানে অপরাজিত। শেষ পর্যন্ত ৫৭ বলে করেন সেঞ্চুরি। ছিল ৯ চার ও ৫ ছক্কার মার। বল হাতে মাত্র ২৫ রানে ২ উইকেট নেন হাসান মাহমুদ। ১ উইকেট নেন আবু হায়দার রনি।
এর আগে খুলনাকে বড় পুঁজির স্বপ্ন দেখায় উদ্বোধনী জুটি। নিয়মিত ওপেনারদের রেখে মেহেদী মিরাজ আসেন নাইম শেখের সাথে। এই পরিকল্পনা বেশ কাজেও দেয়। ৩ দশমিক ৪ ওভারে আসে ৪২ রান। নাইম আউট হন ১৪ বলে ২৭ করে।
জ্বলে উঠেন মিরাজও। তাসকিনের শিকার হবার আগে করেন ১৩ বলে ২৬ রান। যদিও চারে নামা এলেক্স রস (১) দ্রুত ফেরেন রান আউট হয়ে। তবে সেই ধাক্কা দ্রুতই সামলে উঠে খুলনা। পরের সময়টা বসিস্তো ও আফিফের।
দু'জনের জুটিতে বড় সংগ্রহের পথে হাঁটে খুলনা। জুটিতে আসে ৭১ বলে ১১৩ রান। আফিফ ৪২ বলে ৫৬ করে ফিরলে ভাঙে জুটি। ৩৭ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন বসিস্তো। শেষ দিকে ঝড় তুলেন মাহিদুল।
১২ বলে ৪ ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকেন মাহিদুল ইসলাম। তাতে দুই শ' পেরোয় খুলনা। তাসকিন নেন ২ উইকেট।
এই জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এল খুলনা। ৭ ম্যাচে ৩ জয় তাদের। বিপরীতে ৮ ম্যাচে ৩ জয় নিয়ে ৫ নম্বরে রাজশাহী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা