১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

বরিশালকে ১২২ রানের টার্গেট দিলো চট্টগ্রাম

বরিশালকে ১২২ রানের টার্গেট দিলো চট্টগ্রাম - ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ২৫তম ম্যাচে ফরচুন বরিশালকে জয়ের জন্য ১২২ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম কিংস। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান করে চট্টগ্রাম।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমনকে নিয়ে ১৪ বলে ২১ রানের সূচনা করেন উসমান খান।

তৃতীয় ওভারে উসমানকে শিকার করে চট্টগ্রামের উদ্বোধনী জুটি ভাঙ্গেন বরিশালের পেসার রিপন মন্ডল। ৩টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ১৯ রান করেন উসমান।

উসমানের বিদায়ের পর ১০ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় চট্টগ্রাম। পাওয়ার প্লেতে ৩৯ রানে ৫ উইকেট পতনে চাপে পড়ে তারা। এ সময় গ্র্যাহাম ক্লার্ক ৮, শামীম হোসেন ৫ ও ইমন-হায়দার আলি ১ রান করে করেন।

দলীয় ৫৬ রানে ষষ্ঠ উইকেট পতনের পর অধিনায়ক মোহাম্মদ মিথুন ও আরাফাত সানির ৩১ রানের জুটিতে চাপমুক্ত হবার চেষ্টা করে চট্টগ্রাম। দলীয় ৮৭ রানে মিথুনকে থামিয়ে বরিশালকে ব্রেক-থ্রু এনে দেন চট্টগ্রামের স্পিনার তানভীর ইসলাম।

মিথুন ফেরার পর শেষ দুই ব্যাটারকে নিয়ে ৩৪ রান যোগ করে চট্টগ্রামকে সম্মানজনক পুঁজি এনে দেন সানি। ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান করে চট্টগ্রাম। ২টি চারে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন সানি।
রিপন ২৩ রানে ও ফাহিম আশরাফ ১২ রানে ৩টি করে উইকেট নেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক পথচলায় সমর্থন জানিয়েছে : মার্কিন রাষ্ট্রদূত রেলওয়ের পরিচালনা ক্ষমতা বাড়াতে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া চুক্তি স্বাক্ষর বিজয়ের সেঞ্চুরিও জেতাতে পারেনি রাজশাহীকে নরসিংদীর শিবপুরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১ ঢাকা-মস্কো সম্পর্ক আরো জোরদারে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত বাড়ির ফিরছে ফিলিস্তিনিরা, ঢুকছে ত্রাণের ট্রাক বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত বাড়ি ফিরতে শুরু করেছে হাজার হাজার ফিলিস্তিনি ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নীতিমালা শিথিল করলো কেন্দ্রীয় ব্যাংক ফতুল্লায় পোশাকশ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ২ গার্মেন্টস ভাঙচুর দেশ হাসিনামুক্ত হয়েছে, এখনো গণতন্ত্রের হয়নি : গয়েশ্বর রায়

সকল