১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

প্রতারণার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাকিব আল হাসান - ছবি - ইন্টারনেট

চেক প্রতারণার মামলায় মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন।

মামলার বাদি আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান সাকিবসহ চারজনকে আসামি করে মামলা করেন। ওইদিন আদালত বাদির জবানবন্দি রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছিল ১৯ জানুয়ারি।

তবে আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগম। কিন্তু সাকিব আল হাসান ও অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন আদালতে হাজির হননি।

আজ বাদিপক্ষ থেকে সাকিব আল হাসান ও গাজী শাহাগীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আদালত পরে সাকিব আল হাসান ও গাজী শাহাগীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, সাকিব আল হাসানের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে দু’টি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। দুই চেকে টাকার পরিমাণ প্রায় চার কোটি ১৫ লাখ টাকা।


আরো সংবাদ



premium cement
যশোরে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার, আটক ৩ মার্কিন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সেই আফিয়া সিদ্দিকী ১৫ বছর পর প্রথমবার জামিন পেলেন ২৫০ সাবেক বিডিআর সদস্য পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন শুরু ৩ ঘণ্টা বিলম্বের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর এসকে সুরের বাসায় দুদকের অভিযান, নগদ অর্থ উদ্ধার দর্শনায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আটক ২ তিন বন্দীর নাম প্রকাশ করল হামাস, গাজায় ইসরাইলি হামলায় ১০ জন নিহত রাতে বাড়ি ফিরে ডিমভুনা খেতে চেয়েছিলেন হৃদয়, কিন্তু ফিরলেন লাশ হয়ে ১৭ বছর পর আড়াইহাজারে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব ইসরাইলি হামলার কারণেই বন্দীদের তালিকা তৈরি করতে পারেনি হামাস

সকল