ইতিহাস গড়তে চায় বাংলাদেশের মেয়েরা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৩৭
ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ। ক্যারিবীয় দ্বিপপুঞ্জে প্রথমবারের মতো খেলতে পারার অভিজ্ঞতা স্মরণীয় করে রাখতে চায় টাইগ্রেসরা। জিততে চায় সিরিজ, নিশ্চিত করতে চায় বিশ্বকাপে খেলা।
প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল সোমবার থেকে শুরু হবে তিন ম্যাচের এই সিরিজ। এই সিরিজের ওপর নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য।
২০২৫ ভারত বিশ্বকাপে সরাসরি খেলতে হলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তত দু’টি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। যদিও কাজটা খুব কঠিন, তবে সেই কাজটা করতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
তিনি বলেন, ‘আমাদের সবার জন্যই এটা গুরুত্বপূর্ণ। কিছু পয়েন্ট নিয়ে ওয়ানডে বিশ্বকাপের যাওয়ার জন্য দলের এটা খুবই ভালো একটি সুযোগ। কেউই কোয়ালিফায়ার রাউন্ডে যেতে চায় না, আমরাও চাই না। আমরা এখানের সুযোগটা কাজে লাগাতে চাই।’
তিনি যোগ করেন, ‘আমাদের দল ভালো হয়েছে, আমাদের সুযোগ আছে কিছু পয়েন্ট আদায় করে নেয়ার। শুধু আমাদের জন্যই না, যেসব নারীরা অপেক্ষা করছেন, আমাদের জয়ের জন্য অপেক্ষা করছে, সবার জন্যই। আমি সামনের দিনগুলোর অপেক্ষায় আছি।’
দল নিয়েও বেশ আশাবাদী বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, ‘আমাদের কিছু পরিকল্পনা আছে যা আমরা নির্দিষ্ট দিনে মাঠে সেটা বাস্তবায়ন করতে চাই। আমাদের প্রত্যেক প্লেয়ারের আলাদা আলাদা প্ল্যান আছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি যা এখানে প্রকাশ করা যাবে না। আমাদের ভালো বোলার আছে, টপঅর্ডার ব্যাটার আছে। দেখার অপেক্ষায় আছি তারা দলে কিভাবে ভূমিকা রাখে। আমরা এখানে দু’দিন অনুশীলনের সুযোগ পেয়েছি এবং মেয়েরা এখানে অনেক ভালোভাবেই সেই সুযোগ কাজে লাগাচ্ছে।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ২০ জানুয়ারি। জ্যোতি, নাহিদা আক্তাররা পরের দু’টি ম্যাচ খেলবেন ২২ এবং ২৫ জানুয়ারি। এরপর ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি হবে তিনটি টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা