রংপুরের আটে আট, ঘরের মাঠে চট্টগ্রামের হার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জানুয়ারি ২০২৫, ২২:৫০
অপ্রতিরোধ্য হয়ে উঠেছে রংপুর রাইডার্স। থামানোই যাচ্ছে না নুরুল হাসান সোহানের দলকে। ঘরের মাঠের সুবিধা নিয়েও উড়তে থাকা রংপুরকে থামাতে পারেনি চট্টগ্রাম। টানা অষ্টম জয় তুলে নিয়েছে গ্লোবাল লিগ চ্যাম্পিয়নরা।
বন্দরনগরী চট্টগ্রামে আসরের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল রংপুর। মুখোমুখি হয়েছিল স্বাগতিক দলের। ব্যাট হাতে তেমন সুবিধা করতে না পারলেও বোলাররা হয়ে ওঠেন জয়ের জন্য যথেষ্ট।
শুক্রবার (১৭ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে রংপুর। খুশদিল শাহর ঝড়ো ফিফটিতে ৭ উইকেটে ১৬৪ রান করে তারা। জবাবে ৮ উইকেট হারিয়ে রান তাড়া করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় চট্টগ্রাম। উসমান খান ফেরেন রাকিবুলের বলে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মেরে। তবে পারভেজ ইমন এই দিন জ্বলে উঠার আভাস দেন। যদিও ইনিংস বড় করতে পারেননি, ১৪ বলে ২৬ করেন তিনি।
চারে নামা মোহাম্মদ মিথুন থিতু হতে পারেননি (২)। আকিফ জাভেদের দ্বিতীয় শিকার তিনি। একই ওভারে তৃতীয় উইকেটও তুলে নেন জাভেদ, ৬.৫ ওভারে গ্রাহাম ক্লার্ককে ফেরান ২৩ রানে। ছন্দে থাকা এই ব্যাটারকে হারিয়ে বড় ধাক্কা খায় রংপুর।
৫৩ রানে ৪ উইকেট হারানোর পর শামিম পাটোয়ারী হাল ধরেন দলের। সাথে নাইম ইসলাম থাকলেও কার্যকর হতে পারেননি। ২৪ বলে ১৯ রানে আউট হন তিনি। ওয়াসিম জুনিয়রকেও থামান জাভেদ (৬)।
১৭.২ ওভারে ফেরেন শামিম। তার একক লড়াই শেষ হয় ৩১ বলে ৩৮ রানে। শেষ দিকে আর কেউ দু’ অঙ্কের ঘরে যেতে পারেননি। জাভেদ ৪ ও খুশদিল নেন ২ উইকেট। তাতে আসরে চট্টগ্রাম পায় দ্বিতীয় হারের স্বাদ।
অবশ্য খেলার শুরুতে এ দিন রংপুরকে চেপে ধরেন চট্টলার স্পিনাররা। আলিস আল ইসলাম নেন প্রথম দু’ উইকেট। উদ্বোধনী জুটি ভেঙে তৌফিক খানকে (৫) ফেরানোর পর সাইফ হাসানের (১৭) উইকেট নেন তিনি।
থিতু হতে পারেননি ইফতেখার আহমেদ। ৫ বলে ৩ রান করে আরাফাত সানির ফাঁদে পড়েন এই পাকিস্তানি। আরেক ওপেনার স্টিভেন টেলর থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি, ৩২ বলে ৩৯ করেন তিনি।
সেখান থেকে দলকে একাই টানেন খুশদিল। এক প্রান্ত দিয়ে ঝড় তুলেন, তুলে নেন ফিফটি। ২৮ বলে ২ চার ও ৭ ছক্কায় খেলেন ৫৯ রানের ইনিংস। নুরুল হাসান সোহান ৮ করে আউট হন। তবে শেখ মেহেদীর ১২ বলে ১৭ রান ছিল কার্যকরী।
উল্লেখ্য, প্রথম ম্যাচে হারের পর টানা চার ম্যাচে জিতেছিল চট্টগ্রাম। অন্যদিকে, ৮ ম্যাচের সবগুলো জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা