কুয়াশাচ্ছন্ন দিনে মুলতানে শাকিল-রিজওয়ানের ফিফটি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জানুয়ারি ২০২৫, ২০:৫৬
কুয়াশার কারণে আজ মুলতানে খেলা শুরু হয় ৪ ঘণ্টা পর। প্রথম সেশনে খেলাই হয়নি। দিনের শেষটাও হয়েছে আলোকস্বল্পতায়। মাঝের সময়টা ভাগাভাগি করে নিয়েছেন জয়দেন সিলস, রিজওয়ান ও সৌদ শাকিল।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুলতানে আজ শুক্রবার মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। সব মিলিয়ে এইদিন খেলা হয়েছে মাত্র ৪১ দশমিক ৩ ওভার। তাতে ৪ উইকেটে ১৪৩ রান তুলে স্বাগতিকেরা।
কুয়াশাচ্ছন্ন দিনে খেলা শুরু করতে দুপুরেই জ্বালাতে হয় ফ্লাডলাইট। এমন অবস্থাতেও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তবে শুরুটা ভালো হয়নি, ৪৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে তারা।
শোয়েব মালিকের ভাতিজা মোহাম্মদ হুরাইরা তার অভিষেক টেস্টে দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। সিলসের শিকার হবার আগে ১৫ বলে করেন ৬ রান। শান মাসুদ থামেন ২০ রানে, গোদাকেশ মোতি ফেরান তাকে।
বাবর আজম ৮ ও কামরান গুলাম ৫ রান করে ফেরেন সাজঘরে। তাদেরও ফেরান সিলস। দিন পার করে দিয়েছেন রিজওয়ান-শাকিল মিলে। ৯৭ রানের জুটি গড়েছেন দু'জনে। দু’জনেই পেয়েছেন ফিফটি।
৫৬ রান নিয়ে শাকিল ও ৫১ রান নিয়ে অপরাজিত রিজওয়ান। ক্যারিবীয়দের হয়ে সিলস নেন ৩ উইকেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা