১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

বাংলাদেশের সহকারী কোচের পদ ছাড়লেন পোথাস

নিক পোথাস - ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করলেন নিক পোথাস। মূলত পরিবারকে সময় দিতেই তার এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন পোথাস নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড পেইজে পোস্টের মাধ্যমে বাংলাদেশের কোচিং প্যানেল থেকে পদত্যাগের ঘোষণা দেন পোথাস।

পোথাস লিখেন, ‘অন্য সব ভালো কিছুর মত অবশ্যই এই অধ্যায়ের শেষ হতে হতো। বিসিবিতে কিছু অসাধারণ মানুষের সাথে দারুণ সময় কাটিয়েছি। এই পথচলায় অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস তৈরি করেছি এবং অসাধারণ স্মৃতি তৈরি করেছি।’

তিনি আরো লিখেন, ‘এবার পরিবারকে সময় দেয়ার পালা এবং দেখি ভবিষ্যতে কি আছে। বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকের জন্য একটি সুন্দর বছর কামনা করছি। সবাইকে মিস করব।’

পোথাসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীসও। তিনি জানান, পারিবারিক কারণ উল্লেখ করেছেন পোথাস।

নাফীস বলেন, ‘চুক্তি ২০২৬ সাল পর্যন্ত ছিল, কিন্তু পারিবারিক কারণে পদত্যাগ করেছেন তিনি। গত বছরের ২০ ডিসেম্বর থেকে তার পদত্যাগ কার্যকর হবে।’


আরো সংবাদ



premium cement