১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

হঠাৎ বাংলাদেশ ক্রিকেটকে বিদায় বলে দিলেন নিক পোথাস

-

চ্যাম্পিয়নস ট্রফির আগে সবকিছু গুছাতে যখন ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিব) তখন হঠাৎ করেই বড় ধাক্কা খেল তারা। দলে দেখা দিয়েছে ভাঙণ। বাংলাদেশকে বিদায় বলে দিলেন নিক পোথাস, ছাড়লেন সহকারী কোচের দায়িত্ব।

চুক্তি শেষ হবার ১৪ মাস বাকি থাকলেও আর বাংলাদেশে ফিরছেন না পোথাস। পারিবারিক কারণে বিসিবির চাকরি ছাড়েন প্রোটিয়া এই কোচ। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটা নিশ্চিত করেছেন তিনি নিজেই।

এই নিয়ে ফেসবুকে পোথাস লিখেন, ‘আই উইল মিস ইউ। সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সাথে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসাথে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সাথে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর দেখা যাবে পরের অধ্যায়ে কী আছে।’

বাংলাদেশের দায়িত্ব ছাড়লেও দেশের ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়ে পোথাস আরো বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের সকলের জন্য শুভকামনা। তোমাদের মিস করবো।’

বাংলাদেশের কোচিং প্যানেলে পোথাসের পথচলা শুরু হয় ২০২৩ সালে। ২০২৬ সালের মার্চ পর্যন্ত সহকারী প্রধান কোচ হিসেবে দায়িত্ব ছিল তার। তবে আপাতত এখানেই থামতে হচ্ছে তাকে

উল্লেখ্য, উপমহাদেশে এর আগেও কোচিং করিয়েছেন তিনি। এর আগে ২০১৭-১৮ মৌসুমে শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন পোথাস। এ ছাড়া ২০১৮-১৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি।


আরো সংবাদ



premium cement
মুক্তিযুদ্ধাদের সবচেয়ে বেশি অপমানিত করেছে আ’লীগ : রিজভী আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে : ভিপি নুর রাজশাহী শিবিরে নতুন দুই বিদেশী ক্রিকেটার এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত টেকনাফ আসার পথে পণ্যবাহী ২টি কার্গো আটক আরাকান আর্মির রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত রাজধানীর হাজারীবাগে ট্যানারি গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সরকারি প্রতিষ্ঠান সুষ্ঠু ব্যবস্থাপনায় অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ করা হয়েছে : অর্থসচিব আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়ার ফেরি চলাচল স্বাভাবিক এবার গুচ্ছ থেকে বেরিয়ে গেল দিনাজপুরের হাবিপ্রবি ঘোড়াশালে ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

সকল