জয়ের পরেই মায়ের মৃত্যুসংবাদ পেলেন খালেদ আহমেদ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জানুয়ারি ২০২৫, ১০:৫৭, আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:৫৯
মাঠে জয়ের উল্লাস, আর হোটেলে ফিরেই মায়ের মৃত্যুসংবাদ। বিপিএলে চট্টগ্রাম কিংসের পেসার খালেদ আহমেদের জন্য বৃহস্পতিবারের রাতটা ছিলো আনন্দ-বেদনার মিশেল। খুলনার বিপক্ষে দলের জয়ের পর হোটেলে ফিরে তিনি জানতে পারেন তার মা আর নেই।
খালেদ আহমেদ বৃহস্পতিবার খুলনার বিপক্ষে চট্টগ্রাম কিংসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। তার দল ৪৫ রানের বড় জয় পায়। জয়ের আনন্দে মেতে থাকা অবস্থায় হোটেলে ফিরে তিনি মায়ের মৃত্যুসংবাদ পান। এরপরই দল ছেড়ে বাড়ির পথ ধরেন তিনি।
খালেদের ভাই জায়েদ ফেসবুকে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখভরা মন নিয়ে জানাচ্ছি, আমার মা আর বেঁচে নেই, তিনি আল্লাহর কাছে চলে গেছেন।’
তিনি সকলের কাছে মায়ের জন্য দোয়া কামনা করেন।
চিটাগাং কিংস খালেদের মাতৃবিয়োগে শোক প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লেখে, ‘সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।’
উল্লেখ্য, খালেদের বাড়ি সিলেটে। তিন দিন আগেও বিপিএলের জন্য সেখানেই ছিলেন তিনি। চট্টগ্রামে এসে প্রথম ম্যাচ খেলার পরই এই দুঃসংবাদ পেলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা