গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরিতে বড় পুঁজি চট্টগ্রামের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ জানুয়ারি ২০২৫, ২০:৩৫
বিপিএল জুড়ে ফর্মটাকে ধরে রেখেছেন গ্রাহাম ক্লার্ক। প্রথম দুই ম্যাচে ২৫ বলে ৪০ ও ৩২ বলে ৩৯ করার পর গত ম্যাচে খেলেন ৩৩ বলে ৬০ রানের ইনিংস। সেই ধারা ধরে রেখে আজ তুলে নেন নান্দনিক এক শতক।
দুই দিনের বিরতির পর আবারো মাঠে ফিরেছে বিপিএল। ঢাকা, সিলেট হয়ে এবার চার-ছক্কার এই হাঁট বসেছে বন্দরনগরী চট্টগ্রামে। ঘরের মাঠে সমর্থকদের চার-ছক্কার স্বাদ বেশ ভালোই দিলো কিংসরা। ৭ উইকেটে তুলেছে ২০০ রান।
এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে স্বাগতিকরা। চট্টগ্রামকে বড় পুঁজি এনে দেন গ্রাহাম ক্লার্ক। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দিনে খেলেন ৫০ বলে ১০১ রানের ইনিংস।
দ্বিতীয় সর্বোচ্চ ২৯ বলে ৩৯ রানের ইনিংস খেলেন পারভেজ ইমন। তার সাথে ক্লার্কের জুটি হয় ৬৩ বলে ১২৮ রানের। যেখানে ক্লার্কই করেন ৪১ বলে ৮৯। ১৩ বলে ১৬ রান করেন শামিম পাটোয়ারি। ১১ রানে অপরাজিত থাকেন মিথুন।।
সমান ৩টি করে উইকেট নেন সালমান ইরশাদ ও মোহাম্মদ নাওয়াজ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা