তামিম-সাব্বিরের উত্তপ্ত বাক্যবিনিময়
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:০২, আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:২৬
সাব্বির রহমানের খারাপ সময়ে বরাবরই পাশে থেকেছেন তামিম ইকবাল। তামিমকেও ‘বিগ হার্টেড মানুষ’ বলে প্রকাশ্যেই বলেছিলেন সাব্বির। তবে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুজনের মাঝে এমন কিছু ঘটল, যা ছিল অনাকাঙ্ক্ষিত।
দু’ দিনের বিরতিতে মাঠে ফিরেছে বিপিএল। ঢাকা, সিলেট হয়ে এবার চার-ছক্কার এই হাট বসেছে বন্দরনগরী চট্টগ্রামে। যেখানে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে ফরচুন বরিশাল।
তবে খেলা চলাকালীন সময়ে হঠাৎ উত্তপ্ত হয়ে পড়ে মাঠের আবহ। বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন তামিম ইকবাল ও সাব্বির রহমান। একপর্যায়ে তামিমের দিকে তেড়ে আসতে শুরু করেন সাব্বির। তবে থিসারা পেরেরা থামান সাব্বিরকে।
ঘটনা বিশ্লেষণে দেখা যায়, রান তাড়া করতে নেমে তামিম যখন ব্যাট করছিলেন ২৬ রানে, তখন বাউন্ডারি লাইনের দিকে বল ঠেলে পাঠান তিনি। যেখানে ছিলেন সাব্বির।
সাব্বির যখন বল কুড়িয়ে পাঠাচ্ছিলেন, তখন সাব্বিরকে উদ্দেশ করে কিছু একটা বলে উঠেন তামিম। পুরো কথা স্পষ্ট না হলেও ‘বেশি লাগতে আইসো না সাব্বির’ এমন একটা মন্তব্য শোনা যায় মেজাজ হারানো তামিমের মুখে।
জবাবে কিছু একটা বলতে শোনা যায় সাব্বিরকেও। একপর্যায়ে তামিমের দিকে রাগান্বিত হয়ে এগিয়ে যেতে থাকেন সাব্বির। যদিও থিসারা পেরেরা বাধা দেয়ায় তেমন কিছুই ঘটেনি।
তবে তামিম ও সাব্বিরের এ ঘটনা নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা