১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

এক ম্যাচ পর আবারো হারের বৃত্তে ঢাকা

ঢাকা ক্যাপিটালসেকে বড় ব্যবধানে হারিয়েছে ফরচুন বরিশাল - ছবি : সংগৃহীত

এক ম্যাচ পর আবারো পুরনো রূপে ঢাকা ক্যাপিটালস। টানা ছয় হারের পর সপ্তম ম্যাচে প্রথম জয়ের দেখা পেলেও ফের হারের বৃত্তে আটকা পড়েছে রাজধানীর দলটি। অধিনায়ক তামিম ইকবালের ফিফটিতে ঢাকাকে বড় ব্যবধানে হারিয়েছে ফরচুন বরিশাল।

দুই দিনের বিরতি শেষে আবারো মাঠে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঢাকা, সিলেট হয়ে এবার চার-ছক্কার এই হাঁট বসেছে বন্দরনগরী চট্টগ্রামে। যেখানে বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে ফরচুন বরিশাল।

ফরচুন বরিশালের বিপক্ষে এদিন টসে জিতে আগে ব্যাটিং নেয় ঢাকা। তবে ১৯.৩ ওভারে মাত্র ১৩৯ রানে থামে তাদের ইনিংস। জবাবে ১৬ ওভারেই জয় তুলে নেয় বরিশাল। তামিম ইকবাল খেলেন ৪৮ বলে ৬১ রানের ইনিংস।

রান তাড়া করতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বরিশাল। ৩ বলে মাত্র ২ রান করে আউট হোন তিনি। তবে এরপর বরিশালকে আর পথ হারাতে দেননি তামিম ইকবাল। ডেভিড মালানের সাথে গড়েন ৮০ বলে ১১৭ রানের জুটি।

আসরের দ্বিতীয় ফিফটি করে তামিম ফিরলেও মালান অপরাজিত থাকেন ৪১ বলে ৪৯ করে। ৪ বলে ১৩ রান করেন জাহানদাদ খান। হেসেখেলেই জয় পায় বরিশাল।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দ্রুত উইকেট হারাতে থাকে ঢাকা। শুরুতে তানজিদ তামিম ও শেষ দিকে আফগান রিক্রুট ফরমানউল্লাহ শাফি জ্বলে না উঠলে আরো কম রানেই গুটিয়ে যেতে পারতো ঢাকা।

উদ্বোধনী জুটিতে এদিন ৩১ রান তুলে ঢাক। ১৭ বলে ১৩ রান করে রিপন মণ্ডলের শিকার হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস। পরের ওভারে মুনিম শাহরিয়ারও বিদায় নেন। রানের খাতাও খুলতে পারেননি তিনি।

বিপদ আরো বাড়ে পিয়েরে কোতজের (৮) বিদায়ে। মাত্র ৪৮ রানে ৩ উইকেট হারায় ঢাকা। সাব্বির রহমানকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান তামজিদ তামিম। কিন্তু তানভীর ইসলাম ৩০ রানের জুটি ভাঙেন।

১০ বলে ১০ রান করে আউট হন সাব্বির। দুই বল পর অধিনায়ক থিসারা পেরেরাও বিদায় নেন। রানের খাতা খুলতে পারেননি ঢাকার অধিনায়ক। ৭৮ রানে পঞ্চম উইকেট হারায় ঢাকা। তানজিদ তামিম ও মোসাদ্দেক হোসেন মিলে দলকে তিন অংকের ঘরে পৌঁছান।

১১ বলে ১১ রান করে তানভীরের শিকারে পরিণত হন মোসাদ্দেক। পরের ওভারে বড় ধাক্কা খায় ঢাকা। ফাহিম আশরাফের বলে আউট হওয়ার আগে তানজিদ করেন ৪৪ বলে ৬২ রান। ডি সিলভা ১ রান করে হন রান আউটের শিকার।

শেষ দিকে ফরমানউল্লাহ ১৬ বলে ২২ রান। বরিশালের পক্ষে ৩ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তানভীর। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন ফাহিম আশরাফ।


আরো সংবাদ



premium cement
ক্যান্সারে আক্রান্ত ৩০০ হাফেজের ওস্তাদকে বাঁচানো প্রয়োজন সমর্থন দিন, স্বপ্নের মানবিক দেশ গড়ব ইনশাআল্লাহ বেলাবতে রিভলভারসহ মা-মেয়ে গ্রেফতার জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : বৈঠক শেষে যা বললেন আইন উপদেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী নিশি কারাগারে কমলনগরে ট্রাকচাপায় ব্র্যাককর্মী নিহত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বৈঠক শেষে যা বললেন বিএনপি নেতা সালাহউদ্দিন তামিম-সাব্বিরের উত্তপ্ত বাক্যবিনিময় ময়মনসিংহে মেডিক্যাল ভর্তির প্রশ্ন ফাঁসের প্রতারণার দায়ে কলেজছাত্র গ্রেফতার মেডিক্যাল ভর্তি পরীক্ষা শুক্রবার, যেসব সড়ক পরিহার করার অনুরোধ ডিএমপির দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আ’লীগের পুনর্বাসন ঠেকাবো : হাসনাত আব্দুল্লাহ

সকল