শ্রীলঙ্কা সফরে বাড়তি একটি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ জানুয়ারি ২০২৫, ২১:০৭
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়শীপের অংশ হিসেবে এ মাসে শ্রীলঙ্কা সফরে দু’টি টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু বাড়তি সংযোজন হিসেবে এই সফরে দু’টি ওয়ানডে ম্যাচ খেলবে অসিরা।
নির্ধারিত সূচি অনুযায়ী, হামবানটোটায় একটি ম্যাচই খেলার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুযায়ী বাড়তি আরো একটি ওয়ানডে ম্যাচ কলম্বোতে অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, দুই টেস্টের পর আগামী ১২ ও ১৪ ফেব্রুয়ারি দু’টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া দু’ম্যাচের টেস্ট সিরিজে ষষ্ঠ র্যাঙ্কধারী শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
আগামী ২৯ জানুয়ারি প্রথম টেস্ট ও ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে। দু’টি টেস্টই অনুষ্ঠিত হবে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
২০২২ সালে সর্বশেষ দু’ম্যাচের টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কা সফর করেছিল অস্ট্রেলিয়া। সিরিজটি ১-১’এ ড্র হয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা