১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বিপিএলের সিলেট পর্ব শেষে ব্যাটে-বলে সেরা যারা

৬ ম্যাচে ১৪ উইকেট শিকার তাসকিন আহমেদের - সংগৃহীত

এক দিন পর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব। ইতোমধ্যেই সব দলগুলো পৌঁছেও গেছে বন্দরনগরীতে। এর আগে সোমবার খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্স ম্যাচ দিয়ে শেষ হয় সিলেট অধ্যায়।

গত ৩০ ডিসেম্বর ঢাকায় পর্দা ওঠে বিপিএলের এবারের আসরের। সেখানে প্রথম পর্বে আট ম্যাচ খেলে দলগুলো। সিলেটে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের ১২টি ম্যাচ। চট্টগ্রামেও গড়াবে সমান ১২টি ম্যাচই।

তবে এখন পর্যন্ত গড়ানো বিপিএলে দাপট ধরে রেখেছে নুরুল হাসান সোহানের দল। ৭ ম্যাচে সমান ৭ জয় নিয়ে শীর্ষস্থানে রংপুর রাইডার্স। এরপরেই আছে চট্টগ্রাম কিংস। ৪ ম্যাচে ৩ জয় তাদের। ঘরের মাঠে পয়েন্ট টেবিল সুসংহত করতে আরো সুযোগ পাবে তারা।

ফরচুন বরিশাল ৫ ম্যাচে ৩ জয়, খুলনা ৫ ম্যাচে ২ জয় ও সিলেট আর রাজশাহীর জয় ৬ ম্যাচে ২টি করে। ৭ ম্যাচে মাত্র ১টা জয় ঢাকার। সব মিলিয়ে জমে উঠেছে বিপিএল।

এদিকে দলের পাশাপাশি ক্রিকেটারদের ব্যাক্তিগত লড়াইও জমজমাট হতে শুরু করেছে। ৬ ম্যাচে ২৫১ রান নিয়ে সবার উপরে সিলেটের জাকির হাসান। ২৪৯ রান নিয়ে দুইয়ে চট্টগ্রামের উসমান খান। ২৪৬ রান নিয়ে তিনে ঢাকার তানজিদ তামিম।

বল হাতে সবার উপরে রাজশাহীর তাসকিন আহমেদ। ৬ ম্যাচে ১৪ উইকেট শিকার তার। সমান ১১টি করে উইকেট আছে আবু হায়দার রনি ও তানজিম সাকিবের। এরপরই রংপুরের খুশদিল ও শেখ মেহেদী (৯)।

এক নজরে বিপিএলে এখন পর্যন্ত ব্যাট হাতে সেরা যারা
জাকির হাসান : ৬ ম্যাচ - ২৫১ রান (সিলেট)।
উসমান খান : ৪ ম্যাচ - ২৪৯ রান (চট্টগ্রাম)।
তানজিদ তামিম : ৭ ম্যাচ - ২৪৬ রান (ঢাকা)।
লিটন দাস : ৬ ম্যাচ - ২৪১ রান (ঢাকা)।
সাইফ হাসান : ৭ ম্যাচ - ২২৮(রংপুর)।

এক নজরে বিপিএলে এখন পর্যন্ত বল হাতে সেরা যারা
তাসকিন আহমেদ : ৬ ম্যাচ - ১৪উইকেট (রাজশাহী)
আবু হায়দার রনি : ৫ ম্যাচ - ১১ উইকেট (খুলনা)
তানজিম সাকিব : ৬ ম্যাচ - ১১ উইকেট (সিলেট)
খুশদিল শাহ : ৬ ম্যাচ - ৯ উইকেট (রংপুর)
শেখ মেহেদী : ৭ ম্যাচ - ৯ উইকেট ( রংপুর)

তাছাড়া সর্বোচ্চ ১৬টি করে ছক্কা মেরেছেন খুশদিল শাহ, ইয়াসির আলি ও তানজিদ তামিম। ১৪টি করে ছক্কা মেরেছেন জাকির হাসান ও কাইল মায়ার্স।


আরো সংবাদ



premium cement