লিটন দাসকে নিয়ে আক্ষেপ এমব্রোস-মরিসনের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:৩৪
আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিটন দাসের। তিন ফরম্যাটেই ভুগছেন রান খড়ায়। তবে সবচেয়ে অবস্থা বেগতিক ওয়ানডেতে। এক বছরের বেশি সময় ধরে ধুঁকছেন তিনি। যার চড়া মূল্য দিতে হয় তাকে, বাদ পড়েন চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে।
রোববার মিরপুরে সংবাদ সম্মেলনে করে প্রকাশিত হয় চ্যাম্পিয়নস ট্রফির দল। তবে ১৫ সদস্যের সেই দলে নেই লিটন দাস। বাস্তবতা ভিন্ন কথা বললেও লিটনকে বাদ দেয়ার পক্ষে নয় বিপিএলে ধারাভাষ্য দিতে আসা স্যার কার্টলি এমব্রোস ও ড্যানি মরিসন।
ওয়ানডেতে লিটনের শেষ ফিফটি ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে। এরপর ১৫ মাস আর ১৩ ইনিংসে এই স্বাদ আর পাননি। আর সবশেষ সাত ইনিংসে তো ছয় রানের বেশি করতে পারেননি লিটন। ওয়েস্ট ইন্ডিজে তার রান ছিল ২, ৪ ও ০।
পরিসংখ্যান তার বিপক্ষে কথা বললেও লিটনের হয়ে মুখ খোলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুই ধারাভাষ্যকার। ক্যারিবীয় কিংবদন্তী এমব্রোসের সাথে সুর মিলিয়েছেন মরিসন।
মরিসন সম্প্রতি এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে লিটন দাসকে নিয়ে বলেন, ‘লিটন দারুণ একজন প্রতিভাবান ক্রিকেটার। অপ্রত্যাশিতভাবে তিনি চ্যাম্পিয়নস ট্রফির দলে নেই। ফর্ম আসতে পারে, যেতে পারে, তবে ক্লাস পার্মানেন্ট। সে একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান। তার সময়টা একটু খারাপ যাচ্ছিল। তাই নির্বাচকরা তাকে দলে নেয়নি। তবে সে দল থেকে বাদ পড়ার দিনেও ১২৫ করেছে। যা ভালো দিক।’
অন্যদিকে লিটনকে নিয়ে এমব্রোস বলেন, ‘সত্যি বলতে, লিটনকে স্কোয়াডে না দেখে আমি অবাক হয়েছি। ওর ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই। তার প্রমাণ রেখেছে খুলনার বিপক্ষে ম্যাচে। নিশ্চয়ই নির্বাচকরা সবকিছু চিন্তা করেই তাকে বাদ দিয়েছেন। আমি ওকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করব।’
লিটন বাদ পড়ায় অবাক হবার পাশাপাশি নাহিদ রানাকে নিয়ে ক্যারিবীয় এই কিংবদন্তী দিয়েছেন পরামর্শ। কথা বলেছেন বাংলাদেশ দলকে নিয়েও। নাহিদ রানাকে যত্ন নিতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি।
তিনি বলেন, ‘এ ধরনের ফাস্ট বোলার কালেভদ্রে বিশ্ব ক্রিকেটে আসে। বাংলাদেশ দারুণ এক ক্রিকেটারকে পেয়েছে। গতির সাথে তার লাইন ও লেন্থ চমৎকার। বিসিবির উচিত ওর প্রতি যত্নশীল হওয়া। ক্রিকেটকে রানার অনেক কিছু দেয়ার আছে।’
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাউকেই ফেবারিট বলা যাবে না। প্রতিটা ম্যাচে শূন্য থেকে শুরু করতে হয় দলগুলোকে। তাই আমি এই টুর্নামেন্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করতে রাজি নই।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা