সিলেট পর্ব শেষে শীর্ষে রংপুর, তলানিতে ঢাকা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:১৫
শেষ হয়েছে বিপিএলের সিলেট পর্ব। গতরাতে খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্সের তুমুল উত্তেজনাপূরর্ণ ম্যাচ দিয়ে বিপিএলকে বিদায় বলেছে সিলেট৷ এবারের আসরে শেষ সিলেট অধ্যায়।
চায়ের দেশে হাতেগোনাদে অল্প সংখ্যক ম্যাচ অনুষ্ঠিত হলেও, তাতেই মুগ্ধতা ছড়িয়েছে সিলেটিরা। ঢাকা-চট্টগ্রামের খড়া কাটিয়ে দর্শক ভর্তি স্টেডিয়ামে বিপিএলের আমেজ ছড়িয়েছে তারা।
এবার সিলেটের মাটিতে গড়িয়েছে মাত্র ১২টি ম্যাচ। যেখানে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সই মাঠে নেমেছে পাঁচবার। যদিও দু’টির বেশি ম্যাচ জিততে পারেনি। সমান ৬ ম্যাচে দুই জয় রাজশাহীরও। প্লে অফ নিশ্চিত করতে লম্বা চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের সামনে।
অন্যদিকে সিলেটেই ঢাকা ক্যাপিটালস ফিরেছে জয়ের ধারায়। রাজশাহীর বিপক্ষে ১৪৯ রানের রেকর্ড জয় পেলেও ভালো নেই ঢাকা৷ টানা ছয় হারের পর একটা মাত্র জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে তারা। আছে প্লে অফ নিয়েও শঙ্কা।
উল্টো চিত্র রংপুরের। এখন পর্যন্ত আসরে কোনো ম্যাচই হারেনি নুরুল হাসান সোহানের রংপুর। ১৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। পরেই আছে চট্টগ্রাম। ৪ ম্যাচে একটা মাত্র হার তাদের। আর ৫ ম্যাচ খেলে ৩টিতে জয় পেয়েছে ফরচুন বরিশাল।
এক নজরে দলগুলোর অবস্থান...
সিলেট স্ট্রাইকার্স: ৬ ম্যাচে ২ জয় ও ৪ হার, — ৪ পয়েন্ট।
ফরচুন বরিশাল: ৫ ম্যাচে ৩ জয় ও ২ হার, — ৬ পয়েন্ট।
দুর্বার রাজশাহী: ৬ ম্যাচে ২ জয় ও ৪ হার, — ৪ পয়েন্ট।
রংপুর রাইডার্স: ৭ ম্যাচে ৭ জয় ও ০ হার, — ১৪ পয়েন্ট।
ঢাকা ক্যাপিটাল: ৭ ম্যাচে ১ জয় ও ৬ হার, — ২ পয়েন্ট।
খুলনা টাইগার্স: ৫ ম্যাচে ২ জয় ও ৩ হার, — ৪ পয়েন্ট।
চট্টগ্রাম কিংস: ৪ ম্যাচে ৩ জয় ও ১ হার, — ৬ পয়েন্ট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা