টানা সাত জয়ের লক্ষ্যে রংপুরের পুঁজি ১৮৬
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ জানুয়ারি ২০২৫, ২০:৪৪, আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ২৩:০৭
টানা ছয় জয়ে আসরে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্স। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে দলটা আছে সপ্তম জয়ের খোঁজে। সেই লক্ষ্যে আজ তারা সিলেটে তুলেছে বড় পুঁজি। খুশদিল শাহ করেন ৩৫ বলে ৭৩ রানের ইনিংস।
সোমবার (১৩ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। যেখানে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৬ রান তুলেছে রংপুর।
ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি। স্টিভেন টেলর ১৩ ও সাইফ হাসান ফেরেন ৭ রান করে। তবে একপাশ ধরে রাখেন তৌফিক খান। ৩০ বলে ৩৬ করে আউট হোন তিনি। ১০.৩ ওভারে ৭০ রানে হারায় ৩ উইকেট।
এরপরই শুরু হয় খুশদিল ঝড়। ইফতেখার আহমেদের সাথে গড়েন ৫৭ বলে ১১৫ রানের জুটি। ইফতেখার আউট হোন ৩৬ বলে ৪৩ রান করে। এরপর নুরুল হাসান সোহানও ফেরেন দ্রুত (১)। রান আউট হোন তিনি।
তবে একাই ইনিংস টানেন খুশদিল। তার ৪ চার ও ৬ ছক্কার ইনিংসেই বড় পুঁজি পায় রংপুর। দুটো করে উইকেট নেন আবু হায়দার রনি ও হাসান মাহমুদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা