ইতিহাস গড়া জয়ে ঘুরে দাঁড়ালো ঢাকা
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ জানুয়ারি ২০২৫, ২২:১৯, আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ২৩:১৫
বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের পুঁজি গড়ার দিনে ইতিহাস গড়া জয় পেল ঢাকা ক্যাপিটালস। টানা ছয় হারের ধাক্কা সামলে আসরে প্রথম জয় তুলে নিল রাজধানীর দল। সেই সাথে বাঁচিয়ে রাখলো প্লে অফের সম্ভাবনা।
রোববার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। সিলেটে আগে ব্যাট করে ১ উইকেটে ২৫৪ রান তুলে ঢাকা। জবাবে ১৫ দশমিক ২ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় রাজশাহী। ঢাকার জয় ১৪৯ রানে।
১৪৯ রানের জয় বিপিএল ইতিহাসের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৩ সালের বিপিএলে চট্টগ্রাম ১১৯ রানে জিতেছিল সিলেটের বিপক্ষে। এই জয়ের নায়ক লিটন দাস। ব্যাট হাতে ৫৫ বলে ১২৫ রানের ইনিংস খেলেন তিনি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে নিজের প্রথম শতক স্পর্শ করার দিনে তানজিদ তামিমকে নিয়ে গড়েন ১১৮ বলে ২৪১ রানের জুটি। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেরা এ বিপিএলে সবার সেরা জুটি।
লিটন দাস ও তানজিদ তামিম, ঢাকার এই দুই ব্যাটার আজ হয়ে উঠেন রাজশাহীর ত্রাস। সিলেটে মুখোমুখি লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে দু'জনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। যা বিপিএলে প্রথম।
রাজশাহীর বোলারদের রীতিমতো তুলোধুনো করে ২৪১ রানে তানজিদ তামিম ৬ চার ৮ ছক্কায় ৬৪ বলে ১০৮ রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর যোগ হয় আরো ১৩ রান। সব মিলিয়ে বিপিএল প্রথমবার দেখল আড়াই শ' রান (২৫৪)।
২৪ বলে ফিফটি, আর ৪৪ বলে লিটন করেন সেঞ্চুরি। যা বিপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম শতক। (৪২ বলে সেঞ্চুরি আছে পারভেজ ইমনের)। লিটনকে থামাতে পারেননি রাজশাহীর কোনো বোলার। ১০ চার আর ৯ ছক্কায় ৫৫ বলে ১২৫ রান করেন তিনি।
জবাব দিতে নেমে মুখ থুবড়ে পড়ে রাজশাহীর ব্যাটিং লাইন-আপ। প্রথম ওভারেই সাজঘরে ফিরেন মোহাম্মদ হারিস। ৫ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন পাকিস্তানি ব্যাটার। তিনে নামা অধিনায়ক এনামুল হক বিজয় গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরেন।
পাওয়ারপ্লের ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪ রান তোলে রাজশাহী। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ম্যাচ শেষ হওয়ার আগেই যেন হেরে বসে দুর্বার রাজশাহী। শেষ দিকে রায়ান বার্ল কিছুটা লড়াই চালিয়েছেন।
তাতে হারের ব্যবধান কমেছে শুধু। বার্ল ৩২ বলে ৪৭ রান করে অপরাজিত ছিলেন। মাঝে বলার মতো ১৩ বলে ১৭ রান করেন ইয়াসির আলি। রাজশাহী অলআউট হয় ১০৫ রানে।
ঢাকার হয়ে ২টি করে উইকেট তুলেছেন মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত এবং ফারমানউল্লাহ। একটি উইকেট নেন মোস্তাফিজুর রহমান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা