লিটন-তামিমের ব্যাটে রেকর্ডের বন্যা
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ জানুয়ারি ২০২৫, ২০:১৪, আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ২২:১৯
সব জবাব যেন ব্যাট হাতেই দিলেন লিটন দাস। জাতীয় দল থেকে বাদ পড়াই যেন হয়ে উঠল তার ফিরে আসার উপলক্ষ। ব্যর্থতার বৃত্ত ভেঙে তুলে নিলেন স্বীকৃত টি-টোয়েন্টিতে নিজের প্রথম শতক। শতকের দেখা পান তানজিদ তামিমও।
লিটন দাস ও তানজিদ তামিম, ঢাকা ক্যাপিটালসের এই দুই ব্যাটার আজ হয়ে উঠেন রাজশাহীর ত্রাস। সিলেটে মুখোমুখি লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে দু'জনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। গড়েছেন রেকর্ড রানের জুটি। ঢাকা তুলেছে ১ উইকেটে ২৫৪ রান।
সিলেটে রাজশাহীর বোলারদের রীতিমতো তুলোধুনো করেছেন লিটন ও তামিম। দু’জনের ১১৮ বলের জুটিতে আসে ২৪১ রান। যা যেকোনো উইকেটে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের জুটি। এমনকি স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটেও এরচেয়ে বড় জুটি আছে কেবল মাত্র একটি।
২৪১ রানে তানজিদ তামিম ৬ চার ৮ ছক্কায় ৬৪ বলে ১০৮ রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর যোগ হয় আরো ১৩ রান। সব মিলিয়ে বিপিএল প্রথমবার দেখল আড়াই শ' রান (২৫৪)। লিটন দাস অপরাজিত থাকেন ৫৫ বলে ১২৫ রানে। যা বিপিএলে চতুর্থ সেরা ইনিংস।
সবশেষ ১২ মাসে বাংলাদেশের হয়ে ৫ ওয়ানডেতে মাত্র ৬ রান করেছেন লিটন দাস। ফলে নির্বাচকরা আস্থা আর রাখতে পারেননি তার উপর। ফর্মহীনতার চড়ামূল্য দিতে হয় লিটনকে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গায় হয়নি তার।
তবে ইতিহাস গড়েই নিজের জানান দিলেন লিটন দাস। দুপুরে জাতীয় দল থেকে বাদ পড়ার খবর পেলেন, আর রাতেই জ্বলে উঠলেন তিনি। দুর্বার রাজশাহীর বিপক্ষে আজ (রোববার) খেলতে নেমে ঝড় তুলেন ব্যাট হাতে, তুলে নেন প্রথম টি-টোয়েন্টি শতক।
২৪ বলে ফিফটি, আর ৪৪ বলে করেন সেঞ্চুরি। যা বিপিএলের দ্বিতীয় দ্রুততম শতক। (৪২ বলে সেঞ্চুরি আছে পারভেজ ইমনের)। লিটনকে থামাতে পারেননি রাজশাহীর কোনো বোলার। শেষ পর্যন্ত ১০ চার আর ৯ ছক্কায় সাজান ইনিংস।
এদিকে শেষ দিকে মাঠে নেমে ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা