১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

নির্বাচকদের সাহসী সিদ্ধান্ত, চ্যাম্পিয়নস ট্রফিতে নেই তামিম-সাকিব

- ছবি : সংগৃহীত

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা হয়েছে আজ। চমকে ভরা টাইগার স্কোয়াড। সময়ের প্রয়োজনে সাহসী সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি গাজী আশরাফের নির্বাচক প্যানেল। যেখানে নাম-খ্যাতি থেকে প্রাধান্য পেয়েছে পারফরম্যান্স।

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে ঠাঁই হয়নি সাকিব আল হাসানের। একদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম ইকবালও নেই অনুমিতভাবেই। নেই লিটন দাস, শরিফুল ইসলাম, হাসান মাহমুদও।

১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে বসবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। ২০ দিনের এই আসরে বাংলাদেশ আছে গ্রুপ এ তে। যেখানে টাইগাররা খেলবে স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে।

তবে ঐতিহ্যবাহী এই আসরে বাংলাদেশ পাচ্ছে না দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকে। রাজনৈতিক কারণে দলে নেই আগে থেকেই, এর মধ্যে আবার অভিযুক্ত হয়েছেন অবৈধ বোলিং আক্রমণের অভিযোগে।

ফলে শুধুমাত্র ব্যাটসম্যান সাকিব আল হাসানের ওপর ভরসা করেনি ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে রাখা হয়নি দলে। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেয়ায় তামিম ইকবালও ভাবনায় আসেননি।

তবে বাকি দু’জন ‘সিনিয়র’ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ আছেন দলে। অভিজ্ঞ এই দু’ভাইরা-ভাইকে নিয়ে পাকিস্তান যাবে টাইগাররা। তবে বড় চমক লিটন দাসের না থাকা।

শুধু ওয়ানডেতেই নয়, সাম্প্রতিক সময়ে কোনো সংস্করণেই ছন্দে ছিলেন না লিটন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের হয়ে গত শুক্রবার ৪৩ বলে ৭৩ রানের ইনিংস খেললেও এই ফিফটি ছিল ২৩ ইনিংস পর!

ওয়ানডেতে তার সবশেষ ফিফটি ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে। এরপর পেরিয়ে গেছে প্রায় ১৫ মাস আর ১৩ ইনিংস। পঞ্চাশের স্বাদ আর পাননি লিটন কুমার দাস। আর সবশেষ সাত ইনিংসে তো ছয় রানের বেশি করতে পারেননি।

সবশেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজে তার রান ছিল ২, ৪ ও ০। ওয়ানডে সিরিজের পর ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে তিনি করেছিলেন ০, ৩ ও ১৪। ফলে নির্বাচকরা আস্থা আর রাখতে পারেননি। ফর্মহীনতার চড়ামূল্য দিতে হলো তাকে।

লিটন বাদ পড়ায় দলে জায়গা ধরে রেখেছেন এখনো অভিষেক না হওয়া পারভেজ হোসেন ইমন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলেও ছিলেন তিনি। আর জায়গা ধরে রেখেছেন তানজিদ তামিম ও সৌম্য সরকার।

সবশেষ সিরিজে চোটে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় ফিরছেন চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই। জায়গা ধরে রেখেছেম দারুণ ছন্দে থাকা জাকের আল। তবে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব।

এদিকে ছুটি কাটিয়ে ফিরছেন মোস্তাফিজুর রহমান। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন শরিফুল ইসলাম। বাঁ হাতি এই পেসারের জায়গা হয়নি দলে। আর নাহিদ রানা প্রথমবার পা রাখবেন কোনো আইসিসি টুর্নামেন্টে।

নাহিদকে জায়গা দিতে সরে যেতে হয়েছে দারুণ ছন্দে থাকা হাসান মাহমুদকে। দলের বাকি দু’পেসার তানজিম সাকিব ও তাসকিন আহমেদ। আর স্পিনার হিসেবে আছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি লড়াই পাকিস্তানের বিপক্ষে, ২৭ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান।


আরো সংবাদ



premium cement
ছাদ বাগান বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াইয়ে একটি কার্যকর সমাধান : উপদেষ্টা ব্যবসায়ীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে : আসিফ মাহমুদ জয়ের ধারা ধরে রাখলো সিলেট, খুলনার দ্বিতীয় হার পাঁচ দেশের দূতাবাস থেকে পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহার লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে আবার ইয়েমেনি হামলা, ৯ ঘণ্টাব্যাপী সংঘর্ষ সিরাজগঞ্জে সাবেক এমপি হেনরীর সম্পত্তি ক্রোকের নির্দেশ জাতীয় প্রেস ক্লাব প্রবীণ সদস্য আমিনুল ইসলাম বেদু আর নেই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না : আমীর খসরু ইয়েমেনি হামলার আশঙ্কায় উচ্চ মাত্রার সতর্ক অবস্থায় ইসরাইল অনিশ্চয়তার মুখে রামগড় স্থল বন্দরের কার্যক্রম : নৌ-পরিবহন উপদেষ্টা ইসরাইলি হামলায় উত্তর গাজায় ৫ হাজার ফিলিস্তিনি নিহত

সকল